ছাত্র নির্বাচনের দাবিতে আমরণ অনশন
২২ডিসেম্বর ছাত্র নির্বাচনের দাবিতে অনশনে কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা।
ঘেরাও কর্মসূচি
সোমবার দুপুর থেকে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সহ বিভিন্ন বিভাগীয় প্রধানকে ৩৪ ঘণ্টা ঘেরাও করে রাখে পড়ুয়ারা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ঘেরাও করা হয় তাদের।
অনশন আন্দোলন
মঙ্গলবার গভীর রাতে ঘেরাও তুলে নিলেও, বৃহস্পতিবার সকাল ১০টায় অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেন ছাত্রছাত্রীরা।
নির্বাচনের দাবি
আন্দোলনকারীদের বক্তব্য, যত দিন না তাঁদের দাবি মানা হচ্ছে তত দিন অনশন চলবে।
কর্তৃপক্ষের বয়ান
অধ্যক্ষের বক্তব্য, সম্পূর্ণ ঘটনা তিনি স্বাস্থ্য দফতরকে জানিয়েছেন, অনুমতি না পাওয়া পর্যন্ত নির্বাচনের দিন স্থির করা সম্ভব নয়।
হাইকোর্টে রোগীর পরিজন
মেডিক্যাল কলেজে চলা পরিস্থিতির জন্য ৭ বছরের সন্তানের অস্ত্রোপচার করা যাচ্ছে না। এই অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন বিহারের এক বাসিন্দা।
হাইকোর্টের নির্দেশ
বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশ, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ এবং আন্দোলনরত ছাত্রদের নিশ্চিত করতে হবে যাতে মামলকারীর শিশুর অস্ত্রোপচার নির্বিঘ্নে হয়। সঙ্গে তার চিকিৎসায় সহযোগিতাও করতে হবে।
জরুরি পরিষেবা ব্যাহত
ছাত্র বিক্ষোভের জেরে সেন্ট্রাল ল্যাব থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ বিভাগে কাজ বন্ধ হয়ে যাওয়ায় রোগী পরিষেবা কিছু ক্ষেত্রে ব্যাহত হচ্ছে বলে বার বার দাবি করেন কর্তৃপক্ষ।
ছাত্রদের বক্তব্য
ছাত্ররা জানান, পরিষেবা থমকে যায় এমন কিছু করা হচ্ছে না। স্বাভাবিক ভাবেই হাসপাতালের কাজকর্ম চলছে।