ছবিতে যুক্তরাষ্ট্রের করোনা মহামারি
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে, যা বিশ্বে সর্বোচ্চ৷ ছবিঘরে দেশটির করোনা পরিস্থিতির কিছু চিত্র তুলে ধরা হয়েছে৷
শেষ দেখা
মারিয়া অরটিজের সঙ্গী জোসে হলগুইন করোনায় মারা গেছেন৷ সমাহিত করার আগে তাঁকে শেষবারের মতো দেখে নিচ্ছেন মারিয়া৷ ছবিটি ১৬ মে নিউইয়র্কে তোলা৷
গণকবর
নিউইয়র্কের হার্ট আইল্যান্ডে কোভিড-১৯ এ মারা যাওয়া ব্যক্তিদের গণকবর দেয়া হচ্ছে৷ ছবিটি ৯ এপ্রিলের৷
অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি
নিউইয়র্কের ইন্টারন্য়াশনাল ফিউনারেল অ্যান্ড ক্রেমেশন সার্ভিসেসে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে৷ ছবিটি ২ এপ্রিল তোলা৷
সারিয়ে তোলার চেষ্টা
শিকাগোর এক হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর ফুসফুসে টিউব ঢোকানোর চেষ্টা করছেন এক নার্স৷
শেষ ছোঁয়া
করোনায় মারা যাওয়া স্বামী জোসে অগাস্টিন ইরাহেতার মরদেহ থাকা শবাধার ছুঁয়ে আছেন আরাসেলি ইরাহেতা৷ ছবিটি ম্যাসাচুসেটসে ১২ মে তোলা৷
দূর থেকে দেখা
কোভিড-১৯ এ আক্রান্ত ৭৯ বছর বয়সি শার্লি সেলার্সের পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাঁকে দেখছেন৷ ছবিটি ভার্জিনিয়ায় ২৭ এপ্রিল তোলা৷
লাশের সারি
নিউইয়র্কের কুইন্সে মরদেহ থাকা ম্যাসকেটের সারির মাঝে ফিউনারেল ডিরেক্টর ওমর রদ্রিগেজকে দেখা যাচ্ছে৷
বাবার টুপি
নিউজার্সির ৪৫ বছর বয়সি পুলিশ চার্লস রবার্টস করোনায় মারা গেছেন৷ তাঁর মরদেহের পাশে বসে আছে ছেলে গ্যাভিন রবার্টস৷ মাথায় বাবার টুপি৷
ডাক্তারদের চেষ্টা
লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালের ডাক্তার জাফিয়া আংকলেসেরিয়া সাত মাসের গর্ভবতী৷ এই অবস্থায় তাঁকে করোনা আক্রান্ত এক রোগীর চিকিৎসা করতে দেখা যাচ্ছে৷ ছবিটি ১৮ মে তোলা৷
সহায়তা কামনা
শিকাগোর এক কারাগারের কয়েদিরা সাহায্য চেয়ে জানালায় এই সাইনটি টাঙিয়েছেন৷ জেলখানায় করোনার বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশে অনেক কয়েদিদের ছেড়ে দেয়া হয়েছে৷