ছবিতে ঢাকা: আওয়ামী লীগের নির্বিঘ্ন মিছিল, বিএনপি কর্মীদের গ্রেপ্তার-মারধর
বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল-তল্লাশি, বিএনপি কর্মীদের গ্রেপ্তার, আওয়ামী লীগের কর্মীদের মিছিল- সব মিলিয়ে উদ্বিগ্ন এক দিন পার করছে ঢাকাবাসী৷ ছবিঘরে থাকছে শুক্রবারের ঢাকার চিত্র৷
কড়া নজরদারি
পল্টনের ফকিরাপুল মোড় ও কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে কাঁটাতারের ব্যারিকেডের পাশাপাশি বিপুল পুলিশের উপস্থিতি রয়েছে৷ ঢুকতে দেয়া হচ্ছে না যানবাহন এমনকি পথচারীদেরও
বিএনপির কার্যালয়
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটক বন্ধ৷ সামনেই পুলিশ সদস্যরা লম্বা লাইনে দাঁড়িয়ে৷ আছে সাঁজোয়া যান, প্রিজন ভ্যান ও পুলিশের ডজনখানেক গাড়ি৷
টহল
পল্টন ও এর আশেপাশে সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে পুলিশ৷
তল্লাশি
কাউকে সন্দেহ হলে তল্লাশি চালানো হচ্ছে৷ পল্টন এলাকায় এক পথচারীর ব্যাগ তল্লাশি করতে দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের৷
গ্রেপ্তার
বিভিন্ন স্থানে বিএনপি কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে৷ সকালে নান্দাইল সদর উপজেলার ছাত্রদলের সহসভাপতি রবিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ৷
বিএনপি কর্মীকে মারধর
বিএনপির পক্ষে স্লোগান দেয়ার কারণে এই ব্যক্তিকে মারধর করে পুলিশ৷ এসময় তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে৷
আওয়ামী লীগের মিছিল
এর মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন শহরের বিভিন্ন স্থানে মিছিল বের করে৷ তারা বিএনপির বিরুদ্ধে স্লোগান দেয়৷
বায়তুল মোকাররম
শুক্রবার জুমার নামাজে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপস্থিতি ছিল অন্যদিনের চেয়ে কম৷ মসজিদের বাহিরে ছিল পুলিশের উপস্থিতি৷
আদালত পাড়া
গ্রেপ্তারকৃত বিএনপিকর্মীদের দুপুরে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়৷ এসময় সেখানে প্রতিবাদ জানান বিএনপিপন্থি আইনজীবীরা৷
ফাঁকা সড়ক
ঢাকায় গণপরিবহণ ছিল কম, অধিকাংশ সড়ক ছিল ফাঁকা৷ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি মানুষ৷