ছবি শেয়ারের সুবিধা চালু করছে টুইটার
৩ জুন ২০১১টুইটার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডিক কস্টলো বুধবার সংস্থাটির নতুন সেবার কথা ঘোষণা করেন৷ তিনি জানিয়েছেন, শুরুতে ব্যবহারকারীরা টুইটার ওয়েবসাইট থেকে ছবি শেয়ার করতে পারবে৷ পরবর্তীতে মুঠোফোন এপ্লিকেশনে এই সুবিধা যোগ করা হবে৷
টুইটার এক বিবৃতিতে জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে মুঠোফোন পিকচার-ম্যাসেজ ব্যবহার করে টুইটারে ছবি শেয়ার করতে পারে, সেই ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে৷ এজন্য বিভিন্ন টেলিকম সেবাদাতার সঙ্গে যোগাযোগ করছে টুইটার৷
এদিকে, এই সেবা দিতে ইতিমধ্যে ছবি শেয়ারের সাইট ফটোবাকেট-এর সঙ্গে জুটি বেধেঁছে টুইটার৷ ফটোবাকেটে বর্তমানে আট বিলিয়ন ছবি এবং ভিডিও রয়েছে৷ সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আশাবাদী যে, যৌথভাবে একটি সহজ এবং স্বজ্ঞাত ছবি শেয়ারের সুবিধা টুইটার ব্যবহারকারীদের দিতে পারব৷
টুইটারের এই সেবার শুরুতে খানিকটা বাধ্যবাধকতা রয়েছে৷ সেটি হচ্ছে, শুধু ছবি শেয়ারের সুযোগ থাকবে প্রথমে৷ ভিডিও শেয়ার করা যাবে না৷ তবে, টুইটার সার্চে টেক্সট এর পাশাপাশি ছবি এবং ভিডিও প্রদর্শন করা হবে৷ প্রথম দিকে এই ভিডিওর উৎস হবে ইউটিউব এবং ভিমিও৷
অনেকে বলে বসতে পারেন, টুইটারে আগে থেকেই ছবি শেয়ার করা যায়৷ কথা সত্য৷ তবে, এই সেবা দেয় তৃতীয় কোন পক্ষ, যেমন টুইটপিক কিংবা ওয়াইফ্রগ৷ টুইটারের নিজস্ব ব্যবস্থায় ছবি শেয়ারের নতুন প্রক্রিয়া হবে অনেক সহজ৷ বিশেষ করে একেবারে নবীন টুইটার ব্যবহারকারীরাও সহজে এই সুবিধা কাজে লাগাতে পারবে৷
টুইটার জানিয়েছে, ফেসবুক ছবি শেয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে নতুন এই সেবা চালু করছে না তারা৷ বরং টুইটারের লক্ষ্য হচ্ছে, তাৎক্ষণিক ছবি প্রকাশ৷ তাই, ফেসবুক ব্যবহারকারীদের মত টুইটার ব্যবহারকারীরা অ্যালবাম আকারে ছবি প্রকাশের সুযোগ পাবে না৷
উল্লেখ্য, ঠিক কতজন সক্রিয়ভাবে টুইটার ব্যবহার করে তার কোন সঠিক পরিসংখ্যান জানাতে নারাজ ডিক কস্টলো৷ তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ব্যবহার করেন এমন প্রাপ্তবয়স্কদের ১৩ শতাংশের টুইটার প্রোফাইল রয়েছে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই