1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চোখের সামনে রুমমেটের মৃত্যু

৫ আগস্ট ২০২০

লেবাননের বৈরুতে বিস্ফোরণে দুই জন বাংলাদেশি নিহত হয়েছেন৷ আর বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্যসহ ৯৯ জন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/3gS11
ছবি: Getty Images/AFP/STR

যে দুইজন বাংলাদেশি মারা গেছেন তারা হলেন, মেহিদ হাসান রনি ও মিজানুর রহমান৷ মিজানের গ্রামের বাড়ি মাদারিপুর আর মেহেদির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া৷

মেহেদি হাসান বৈরুতের আশরাফিয়া এলাকার একটি আট তলা ভবনের নিচ তলায় থাকতেন৷ কাজ করতে সেখানকারই একটি স্পেনিস সুপার শপে৷ তার সঙ্গে থাকতেন আরেক বাংলাদেশি সুজন হোসেন৷ তিনিও ওই এলাকার একটি জুস কারখানার শোরুমে কাজ করেন৷ সুজন জানান, তাদের বাসা থেকে বিস্ফোরণের স্থল বৈরুত পোর্ট তিন কিলোমিটার দূরে৷ ‘‘আমি বাসা থেকে বের হয়ে আমার কর্মস্থলে যাচ্ছিলাম৷ আমার রুমমেট তখন কর্মস্থলে ছিলো৷ আমি হেঁটেই যাচ্ছিলাম৷ সন্ধ্যা ছয়টার একটু বেশি হবে৷ ঠিক তখনই বিস্ফোরণের শব্দ৷ দূরে ধোঁয়া আর আগুনের শিখা৷ আমার চারপাশের ভবনের কাঁচ, জানালা সব ভেঙে পড়ছিল৷ আমি দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেই,’’ বললেন সুজন৷

আমি সেই ভয়াবহ দৃশ্য ভুলতে পারছি না: সুজন

এর কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ থেমে গেলে তিনি শোরুমে যান৷ গিয়ে দেখেন শোরুমটি ধংসস্তুপে পরিণত হয়েছে৷ তিনি তার রুমমেট মেহেদির আহত হওয়া ও হাসপাতালে নেয়ার খবর পান৷ পরে মেহেদি মারা যান৷ তার অফিস থেকে মেহেদির অফিস দুই মিনিটের হাঁটা পথ৷ সুজন বলেন, ‘‘ওই ভবনে আরো অনেকে ছিলেন ৷ তাদের অধিকাংশ বের হতে পারলেও মেহেদি বের হতে পারেনি৷ সম্ভবত কাঁচ ভেঙে পড়ায় তার আঘাতে সে মারা যায়৷’’

মেহেদির লাশ এখন মাউন্ট লেভেন হসপিটালে আছে৷ সুজন বলেন, ‘‘আমি এই ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য নিজ চোখে দেখেছি৷ আমি বেঁচে আছি৷ কিন্তু আমার রুমমেট ভাইতো মারা গেল৷ আমি সেই ভয়াবহ দৃশ্য ভুলতে পারছি না৷’’

নিহত দুই জন, আহত ৯৯ জন
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি আবদুল্লাহ আল মামুন জানান. এই বিস্ফোরণে এখন পর্যন্ত দুই জন বাংলাদেশি নিহত ও ৯৯ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য৷ নিহত দুই জনের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে৷ যত দ্রুত সম্ভব তাদের লাশ দেশে ফেরত পাঠানো হবে৷

তিনি জানান, বাংলাদেশের বেসামরিক নাগরিক যারা আহত হয়েছেন তাদের মধ্যে ৫৭ জনকে রফিক হায়দারি হসপিটালে ভর্তি করা হয়েছিলো৷ এখন আটজন ভর্তি আছেন৷ বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন৷ যারা হাসপাতালে আছেন তারা শঙ্কামুক্ত৷ আর নৌবাহিনীর আহত সদস্যদের জাতিসংঘের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে৷

আইএসপিআর জানিয়েছে, বৈরুত বন্দরের বিষ্ফোরণে জাতিসংঘ শন্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’- এর যে ২১ জন সদস্য আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁকে অ্যামেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মডিকেল সেন্টার (এইউবিএমসি)-এ ভর্তি করা হয়েছে৷ অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে হামুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

আইএসপিআর জানায়, ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে৷ ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে যুদ্ধজাহাজ ‘বিজয়’ ইউনিফিলে বিশ্ব শন্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে৷ বিস্ফোরণে জাহাজটিও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে৷