1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চুরি যাওয়া মূর্তি ভারতকে ফেরালো যুক্তরাজ্য

১৭ সেপ্টেম্বর ২০২০

তামিলনাড়ুর মন্দির থেকে ৪২ বছর আগে চুরি যাওয়া মূর্তি ভারতকে ফিরিয়ে দিল যুক্তরাজ্য। আবার মন্দিরে ফিরলো রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি।

https://p.dw.com/p/3ic7t
প্রতীকী ছবিছবি: picture-alliance/NurPhoto/Creative Touch Imaging Ltd.

পঞ্চদশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের আমলে তৈরি অমূল্য মূর্তি। ১৯৭৮ সালে তা চুরি যায় তামিলনাড়ুর মন্দির থেকে। তারপর দীর্ঘ তদন্ত হয়েছে। ২০১৯ সালে ইন্ডিয়ান প্রাইড প্রজেক্ট লন্ডনে ভারতীয় হাইকমিশনকে জানায়, মূর্তিগুলি সম্ভবত যুক্তরাজ্যে আছে। হাইকমিশন তখন লন্ডন পুলিশের আর্ট অ্যান্ড অ্যান্টিক বিভাগকে জানায় সেই কথা। তামিলনাড়ু পুলিশ লন্ডনে বিস্তারিত তদন্ত রিপোর্ট পাঠিয়ে দেয়।

এরপর লন্ডন মেট্রোপলিটান পুলিশের তদন্ত শুরু হয়। তাঁরা মূর্তিটি কার কাছে আছে তা খুঁজে বের করেন। লন্ডন পুলিশই ভারতীয় হাইকমিশনকে জানায়, ওই ব্যক্তির কাছে মূর্তি ফিরিয়ে দেয়ার অনুরোধ করতে।

লন্ডনের ওই আর্ট কালেক্টর বিশ্বাস করে ওই মূর্তিগুলি কিনেছিলেন। যাঁর কাছ থেকে কিনেছিলেন, তিনি বেঁচে নেই। কেনার আগে আর্ট লস রেজিস্টার সার্টিফিকেটে চেকও করে নিয়েছিলেন তিনি। হাইকমিশনের অনুরোধ রেখে তিনি তিনটি মূর্তি ফিরিয়ে দেন। সেগুলি তামিলনাড়ু সরকারকে দিয়ে দেয়া হয়েছে।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকমিশন এরকম আরো বেশ কয়েকটি চুরির ঘটনার পিছনে লেগে আছে। আগামী দিনে সেই মূর্তিগুলিও উদ্ধার করা যাবে বলে তাঁরা আশা করছেন। আর্কিওলজিকাল সার্ভে, নিরাপত্তা বাহিনী, বিশেষজ্ঞদের সাহায্যে ভারতীয় ঐতিহ্যের অঙ্গ ওই সব চুরি যাওয়া মূর্তি আবার দেশে ফেরানো নিয়ে তাঁরা আত্মবিশ্বাসী। 

লন্ডন হাইকমিশন এর আগে ওয়ার্ল্ড হেরিটেজ রানী কা ভাও থেকে চুরি করা ব্রহ্মা মূর্তি, দ্বাদশ শতকে বুদ্ধের ব্রোঞ্জ মূর্তি, সতেরো শতকের কৃষ্ণমূর্তি এবং দ্বাদশ শতকের কারুকার্য করা স্তম্ভ ভারতে ফিরিয়ে আনতে পেরেছে।

জিএইচ/এসজি(রয়টার্স)