1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে নেই আইফোন ৬

১৫ সেপ্টেম্বর ২০১৪

অ্যাপলের আইফোন ৬ বাজারে ছাড়ার ঘোষণা ইতোমধ্যে গোটা বিশ্বে সাড়া জাগিয়েছে৷ এবার একই সঙ্গে দু’টি আকারের আইফোন বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি৷ আইফোন ৬' ও ‘আইফোন ৬' প্লাস৷ তবে চীনে এই ফোন এখনই বিক্রি হচ্ছে না৷

https://p.dw.com/p/1DBn1
Fans warten sehnsüchtig auf das neue iPhone 6
আইফোনের জন্য অপেক্ষাছবি: picture-alliance/dpa/J.Taggart

অ্যাপল কোম্পানির ‘আইফোন ৬' কিংবা ‘আইফোন ৬' প্লাস এখন ইন্টারনেটে আগাম অর্ডার দেয়া যাচ্ছে৷ ফোনগুলো ক্রেতাদের হাতে পৌঁছাবে ১৯ সেপ্টেম্বর থেকে৷ তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, অ্যাপল শুরুতে যে দশটি দেশ এবং অঞ্চলে আইফোন ৬ বিক্রি করছে তার মধ্যে চীন নেই৷ অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীনই হচ্ছে অ্যাপলের সবচেয়ে বড় বাজার৷ এমনকি সর্বশেষ আইফোন ৫এস এবং আইফোন ৫সি সিরিজের ফোন বাজারে ছাড়ার সময় শুরুর তালিকাতেই ছিল চীন৷

ঠিক কি কারণে অ্যাপল এবার শুরুতে চীনকে বাদ দিয়ে গেলো তা জানা যায়নি৷ কবে নাগাদ ফোনটি চীনের বাজারে বিক্রি করা হবে, সেটাও অজানা৷ এই বিষয়ে বার্তাসংস্থা এএফপি-র তরফ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলেও বিশেষ কিছু জানা যায়নি৷ আর প্রতিষ্ঠানটির চীনা ভাষার ওয়েবসাইটে বৃহস্পতিবারও আইফোন ৫এস-এর বিজ্ঞাপন দেখা গেছে৷

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে অবশ্য গত কিছুদিন ধরেই অ্যাপলের নিরাপত্তা নিয়ে সমালোচনা হচ্ছিল৷ অ্যাপল তার ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করতে পারে বলে দাবি করে সেদেশের গণমাধ্যম৷ আর এটাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করছে তারা৷ অ্যাপল অবশ্য এ ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ তবে চীনের শিল্প এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইফোন ৬ বাজারে ছাড়ার অনুমোদন এখনো দেয়নি৷ আর এ কারণেই ফোনটি বিক্রির প্রাথমিক তালিকা থেকে অ্যাপল চীনকে বাদ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে বিষয়টি নিশ্চিত করেনি কোনো পক্ষই৷

Bildergalerie iPhone 6
চীনে আপাতত বিক্রি হবে না আইফোন ৬ছবি: picture-alliance/dpa

এদিকে, চীনে সরাসরি আইফোন বিক্রি না হওয়ায় চোরাকারবারীদের পোয়াবারো৷ শুক্রবার হংকংয়ে ফোনের আগাম অর্ডার নেয়া শুরু হওয়ার দু'ঘণ্টার মধ্যেই সব আইফোন ৬ আগাম বিক্রি হয়ে গেছে৷ এসব ফোন চারগুণ বেশি দামে চীনে কালোবাজে বিক্রি করা হবে বলে ধারণা করা হচ্ছে৷

এআই/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য