1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনেও পৌঁছেছে জিকা ভাইরাস

১০ ফেব্রুয়ারি ২০১৬

চীনে জিকা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসা চলছে বলে খবর৷ ৩৪ বছর বয়সি সেই ব্যক্তি ভেনেজুয়েলা সফরকালে জিকায় আক্রান্ত হন বলে জানিয়েছে দেশটি৷ এদিকে, বাংলাদেশ সরকার জিকা আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে৷

https://p.dw.com/p/1Hscc
Costa Rica Stechmücke Aedes Aegypti Zika Virus
ছবি: picture-alliance/dpa/J. Arguedas

চীনের জাতীয় স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কমিশন বুধবার জানায়, চীনের গানজু শহরের এক ব্যক্তি গতমাসে জিকা ভাইরাস নিয়ে দক্ষিণ অ্যামেরিকা থেকে দেশে ফেরে৷ বর্তমানে চীনের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷ আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে এবং তাঁর চামড়ার উপরের ফুসকুড়িগুলোও ক্রমশ কমে আসছে৷

চীনের কর্তৃপক্ষের ধারণা, আক্রান্ত ব্যক্তির শরীর থেকে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই কম৷ কেননা সেখানে এ মুহূর্তে প্রচণ্ড শীত এবং মশার তৎপরতাও নেই৷

প্রসঙ্গত, জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়৷ এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় পহেলা ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ গর্ভবতী নারী এই ভাইরাসে আক্রান্ত হলে তাঁর অনাগত সন্তানের মস্তিষ্কের বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে এবং মাথার আকার স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক ছোট হতে পারে৷ জিকা প্রতিরোধের উপায় খুঁজতে বর্তমানে ব্যাপক গবেষণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

Infografik Microcephaly Englisch
জিকা হলে শিশুদের মস্তিষ্কে যা হয়...

এদিকে, বাংলাদেশে কেউ জিকা ভাইরাসে আক্রান্ত হলে সরকার তাঁর চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে৷ দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান৷ বাংলাদেশে অবশ্য এখনও পর্যন্ত কারো জিকা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি, যদিও মশার উৎপাত বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা৷

এআই/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান