1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে সাংবাদিকের কারাদণ্ড

১৭ এপ্রিল ২০১৫

চীনের কমিউনিস্ট পার্টির গোপন নথিপত্র এক বিদেশি ওয়েবসাইটের হাতে তুলে দেবার অপরাধে বেইজিং-এর আদালত সাংবাদিক গাও ইয়ু-কে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে৷ ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন৷

https://p.dw.com/p/1F9wW
Peter Limbourg
ছবি: picture-alliance/dpa/O. Berg

রাষ্ট্র সংক্রান্ত গোপন তথ্য পাচারকে চীনে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়৷ গাও ইয়ু অবশ্য এই অভিযোগ মানতে নারাজ৷ তাঁর আইনজীবী মো শাওপিং এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন৷ তিনি আরও বলেন, যে নথি পাচারের অভিযোগ আনা হচ্ছে, তা কমিউনিস্ট পার্টির ‘ইন্টারনাল ডকুমেন্ট', যাতে কর্মকর্তারা ‘আদর্শগত ত্রুটি' সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ গত বছর মে মাসেই গাও-কে গ্রেপ্তার করা হয়৷ চীনা নেতৃত্বের বিরুদ্ধে তিনি এর আগেও বার বার গর্জে উঠেছেন এবং কারাদণ্ডও ভোগ করেছেন৷

গাও ইয়ু-র বিরুদ্ধে চীনা আদালতের রায়ের পর জার্মানিতে সমালোচনার ঝড় উঠেছে৷ জার্মান সরকারের মানবাধিকার নীতি ও মানবিক সাহায্যের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্রিস্টফ স্ট্র্যেসার আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের সমালোচনা করেন৷ তাঁর মতে, জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে এবং আদালতে তার ভিডিও রেকর্ডিং দেখানো হয়েছে৷ ফলে ন্যায়ভিত্তিক রাষ্ট্রের বিধিনিয়ম লঙ্ঘন করা হয়েছে৷ তিনি চীনা নেতৃত্বের উদ্দেশ্যে রাজনৈতিক মত প্রকাশের অধিকার ও স্বচ্ছতা আরও মজবুত করার আহ্বানও জানিয়েছেন৷

China Prozeß gegen Gao Yu in Peking Archivbild
গাও ইয়ুছবি: picture-alliance/AP Photo/Kin Cheung

ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ-এর মতে, গাও ইয়ু-র বিরুদ্ধে আদালতের রায় অত্যন্ত হতাশাজনক৷ তিনি বলেন, ‘‘আমাদের দৃষ্টিতে ৭১ বছর বয়সি সাংবাদিকের বিরুদ্ধে এমন কঠোর শাস্তি ভিত্তিহীন৷'' উল্লেখ্য, গাও ইয়ু ডয়চে ভেলের জন্যও কাজ করেছেন৷

এসবি / এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য