চীনে আবার ছুরি হামলা, গ্রেপ্তার ১
২৫ জুন ২০২৪মঙ্গলবার ঘটনার সময় দুই জাপানি নাগরিকও ওই বাসে ছিলেন৷ ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন৷
গ্রেপ্তার হওয়া ব্যক্তির বয়স পঞ্চাশের কোঠায়৷ তদন্তাধীন এই ব্যক্তি বর্তমানে বেকার বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ৷
শাংহাইতে অবস্থিত জাপান দূতাবাসের এক কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, একটি বাস স্টপে অপেক্ষা করার সময় এক জাপানি নারী ও তার স্কুলপড়ুয়া সন্তানের ওপর হামলা করা হয়৷ এই ঘটনায় এক চীনা নারীও আহত হয়েছেন৷
মা ও সন্তানের আঘাত গুরুতর না হলেও চীনা নারীর অবস্থা সঙ্গীন৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালে তার চিকিৎসা চলছিল৷
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই হামলাকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা' বলেন, যা তার মতে, ‘দেশের যে কোনো অংশেই' ঘটতে পারতো৷
গত কয়েক মাসে চীনের বিভিন্ন প্রান্তে এমন বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে৷
গত সপ্তাহে, শাংহাইয়ের সাবওয়ে স্টেশনে ছুরি দিয়ে তিনজনকে আহত করার অভিযোগে ৫৪ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷
দু'সপ্তাহ আগে, দেশটির উত্তর-পূর্বের রাজ্য জিলিনে একটি মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে আসা চারজন প্রশিক্ষকের ওপর ছুরি হামলা চালানো হয়৷ সেই ঘটনার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয় বেইজিং কর্তৃপক্ষ৷
একই দিনে ৫৫ বছর বয়সি স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়৷
মে মাসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান রাজ্যে এমনই একটি ঘটনায় দুজন নিহত হন, আহত হন ২১জন৷ সেই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হন এক ৪০ বছর বয়সি পুরুষ৷
একই মাসে গুইশি শহরে ছুরিকাঘাত করে দুজনকে মেরে ফেলা ও ১০জনকে আহত করার অভিযোগে গ্রেপ্তার করা হয় এক ৪৫ বছর বয়সি নারীকে৷
চীনে এই ধারাবাহিক ছুরিকাঘাতের ঘটনার কারণে নিজেদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে চীনের জাপান দূতাবাস৷
এসএস/এসিবি (রয়টার্স)