1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ওয়াইন

১৩ অক্টোবর ২০১২

জার্মানির ওয়াইন নিয়ে তেমন একটা ভাবেন না চীনারা৷ তবে তাঁরা জার্মান গাড়ি, যন্ত্রপাতি এমনকি বিয়ারের প্রতি আগ্রহী৷ জার্মান মদ্যব্যবসায়ী এবং ওয়াইন ইন্সটিটিউট এই পরিস্থিতি পরিবর্তনের আশা করছেন৷

https://p.dw.com/p/16PTr
Die Bedienung Kim Fuchs hält am Mittwoch (29.08.2012) in Stuttgart auf dem Weindorf ein Tablett mit Getränken. Das 36. Stuttgarter Weindorf lockt bis zum 9. September 2012 die Weinfreunde in die Lauben in der Innenstadt. Foto: Franziska Kraufmann dpa/lsw
ছবি: picture-alliance/dpa

দুই ব্যক্তি সন্দিগ্ধচিত্তে তাঁদের ওয়াইন গ্লাসের দিকে তাকাচ্ছেন৷ চীনের পশ্চিমাঞ্চলের শহর চেংদুর একটি ওয়াইন উৎসবে সারাদিন ধরে ঘুরছেন তাঁরা৷ উদ্দেশ্য বিভিন্ন রকমের ওয়াইন পরখ করা৷ চেংদু চীনের অন্যতম ওয়াইন মার্কেট৷ সেখানেই ঐ দুই ব্যক্তি অবস্থান করছিলেন একটি জার্মান ওয়াইন স্ট্যান্ডের সামনে৷ এই দেশের ওয়াইন সম্পর্কে তাঁদের একজনের মন্তব্য, ‘‘জার্মানির হোয়াইট ওয়াইন মোটামুটি ঠিক আছে৷ তবে রেড ওয়াইনের স্বাদ ফরাসি ওয়াইনের তুলনায় বেশ ভিন্ন৷''

জার্মান স্ট্যান্ডে অবস্থানরত অপর ব্যক্তির মন্তব্য হচ্ছে, ‘‘আমার এই ওয়াইনটির স্বাদ ভালো লাগছে না৷ এটা টক৷ আমি এখন রিসলিং পরখ করে দেখছি৷ এই ধরনটি বেশ প্রসিদ্ধ৷ তবে তাও আমার প্রতাশ্যা পূরণ করতে পারছে না৷''

দুই ব্যক্তির এই কথোপকথন শুনেই বোঝা যাচ্ছে, চীনে জার্মান ওয়াইনের কদর তেমন একটা নেই৷ চীনারা রেড ওয়াইন পছন্দ করেন, কিন্তু জার্মানি সেদেশে হোয়াইট ওয়াইনের জন্যই বেশি পরিচিত৷ তাছাড়া চীনারা ওয়াইন কেনার ক্ষেত্রে গাড়ির মতোই রুচিশীল৷ তাঁদের কাছে ব্র্যান্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ৷

Fünf Eimer, gefüllt mit Trauben der Sorte Savignon Blanc, stehen am Dienstag (30.08.2011) in Freinsheim auf einem Weinberg vor Rebstöcken. Trotz Nachtfrost und Hagelschäden reift auf den Weinbergen in Rheinland-Pfalz derzeit nach Einschätzung von Experten ein sehr guter Weinjahrgang heran. Foto: Marc Tirl dpa/lrs (zu dpa/lrs 0111 vom 30.08.2011) +++(c) dpa - Bildfunk+++
আঙ্গুর থেকে তৈরি হয় ওয়াইনছবি: picture alliance / dpa

জার্মান ওয়াইন ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিকা রাউলি এই বিষয়ে বলেন, ‘‘চীনা ওয়াইনের বাজারে ফরাসিদের আধিপত্য বেশি৷ সেদেশের আমদানিকৃত ওয়াইনের পঞ্চাশ শতাংশের বেশি আসে ফ্রান্স থেকে৷''

তবে স্বাদের দিক থেকে জার্মান ওয়াইনের সঙ্গে ফরাসি ওয়াইনের বিশেষ তফাত দেখছেন না রাউলি৷ তাঁর মতে, ‘‘চীনে জার্মান ওয়াইনের ‘গ্লামারাস' ব্র্যান্ডিং হয়নি''৷ আর এটাই সম্ভবত মূল সমস্যা৷

গত দু'বছর ধরে চীনে সক্রিয় রয়েছে জার্মান ওয়াইন ইন্সটিটিউট৷ সংস্থাটি এখন চীনে জার্মান ওয়াইন উৎসব আয়োজনের পরিকল্পনা করছে, যাতে করে জার্মান মদ্যব্যবসায়ীরা চীনা বিক্রেতাদের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারে৷ একইসঙ্গে বিভিন্ন রেস্তরাঁয় জার্মান ওয়াইনের উপস্থিতি বাড়ানোর চিন্তা করছে এই ওয়াইন ইন্সটিটিউট৷

এছাড়া চীনা ভাষায় জার্মান ওয়াইন বিষয়ে একটি ব্রোশিয়ারও প্রকাশ করেছে জার্মান ওয়াইন ইন্সটিটিউট৷ তাদের এসব উদ্যোগের ফলও পেতে শুরু করেছে মদ্যব্যবসায়ীরা৷ গত বছর চীনে জার্মান ওয়াইন বিক্রি হয়েছে ৪০ হাজার হেক্টোলিটার৷

জার্মান ওয়াইন আমদানির ক্ষেত্রে সারা বিশ্বে চীনের অবস্থান অষ্টম৷

প্রতিবেদন: মার্কুস রিমলে/এআই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য