1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনকে আবারও ট্রাম্পের হুমকি

১৯ জুন ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে পণ্য আমদানির উপর আবারও শুল্ক আরোপ করতে চান৷ এ সংক্রান্ত প্রস্তাব তৈরির জন্য সোমবার তিনি দেশটির বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিয়েছেন৷

https://p.dw.com/p/2zpoB
China Container-Hafen
ছবি: Reuters/Aly Song

মার্কিন প্রেসিডেন্ট এবার ২০০ বিলিয়ন ডলার চীনা পণ্যের উপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করতে চান৷ এর আগে ৫০ বিলিয়ন ডলার পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প৷ তাঁর এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীনও সমপরিমাণ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করে৷ দুই দেশের এই সিদ্ধান্ত ৬ জুলাই থেকে কার্যকর হবে৷

চীন ইতিমধ্যে ৫৪৫টি মার্কিন পণ্যের একটি তালিকা তৈরি করেছে, যার মধ্যে সয়াবিন, কৃষিপণ্য ও গাড়ি রয়েছে৷ ভবিষ্যতে জ্বালানি ও রাসায়নিক পণ্যও এর আওতায় আসবে বলে জানিয়েছে চীন৷

এদিকে, চীন তালিকা তৈরি করলেও যুক্তরাষ্ট্র এখনও শুল্ক আরোপের জন্য সম্ভাব্য চীনা পণ্যের তালিকা তৈরি করতে পারেনি৷

সোমবার ট্রাম্পের নতুন করে ২০০ বিলিয়ন ডলার মূল্যের সমপরিমাণ পণ্যে শুল্ক আরোপের ঘোষণার সমালোচনা করেছে চীন৷ দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘোষণাকে ‘ব্ল্যাকমেল' বলে আখ্যায়িত করেছে৷ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কার্যকর হলে চীনও সমপরিমাণ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে৷

চীনের এই হুমকির প্রেক্ষিতে ট্রাম্প বলেছেন,চীন যদি নতুন করে শুল্ক আরোপ করে, তাহলেযুক্তরাষ্ট্র আরও ২০০ বিলিয়ন ডলারের সমপরিমাণ চীনা পণ্যের উপর শুল্ক আরোপের কথা বিবেচনা করবে৷ তিনি বলেন, ‘‘চীনের নতুন সিদ্ধান্ত বলে দিচ্ছে যে, তারা যুক্তরাষ্ট্রকে সবসময় অসুবিধাজনক অবস্থায় রাখতে চায়৷'' উল্লেখ্য, শুধু চীন নয়, দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র ক্যানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশের সঙ্গেও বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ ‘অ্যামেরিকা ফার্স্ট' নীতি বাস্তবায়ন করতে গিয়ে ট্রাম্প এসব দেশ থেকে ইস্পাত (২৫ শতাংশ) ও অ্যালুমিনিয়াম (১০ শতাংশ) আমদানির উপর শুল্ক আরোপ করেছেন৷ ইউরোপীয় ইউনিয়নও পালটা ব্যবস্থা গ্রহণ করেছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য