1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীন ভারত যুদ্ধ, নাকি যুদ্ধ-যুদ্ধ ভাব?

খালেদ মুহিউদ্দীন
১৯ জুন ২০২০

‘‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’’ টকশোতে এবারের আলোচনার বিষয়: চীন-ভারত সংঘাত৷ অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে নয়াদিল্লি থেকে যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য এবং ঢাকা থেকে ছিলেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ অধ্যাপক আসিফ নজরুল৷

https://p.dw.com/p/3eCxm

দেখুন এবং জানান আপনার মতামত৷

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন জ্যেষ্ঠ সাংবাদিক ও টিভি উপস্থাপক৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক প্রধান।