চিকিৎসায় নোবেল ২০১৯
শুরু হয়েছে নোবেল পুরস্কার ২০১৯ বিজয়ীদের নাম ঘোষণা৷ চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পেলেন তিনজন৷ যাদের দুইজন যুক্তরাষ্ট্রের আর একজন ব্রিটিশ নাগরিক৷
উইলিয়াম কাইলিন
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের অধ্যাপক উইলিয়াম কাইলিন৷ তিনি ডানা ফার্বার ক্যান্সার ইনস্টিটিউটেরও গবেষক৷ ক্যান্সারের ঝুঁকি তৈরি করে এমন জেনেটিক সিনড্রম নিয়ে পরীক্ষা চালিয়েছেন কাইলিন৷ ভিএইচএল নামের একটি জিন থেকে কীভাবে হাইপেল লিনডাউস নামের রোগের উৎপত্তি এবং এর সাথে অক্সিজেনের মাত্রার কী সম্পর্ক তিনি গবেষণা করে তা বের করেছেন৷
গ্রেগ সেমেনজা
চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল বিজয়ী আরেক মার্কিন নাগরিক গ্রেগ সেমেনজা৷ তিনি জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক৷ অপর্যাপ্ত অক্সিজেনের সাথে কীভাবে ক্যান্সারের কোষগুলো খাপ খাইয়ে নেই তিনি তা আবিস্কার করেছেন৷
পিটার র্যাটক্লিফ
পিটার র্যাটক্লিফের পুরো নাম স্যার পিটার জন র্যাটক্লিফ৷ তিনি ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ ডিরেক্টর, আছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটের পরিচালক পদেও৷ হাইপোক্সিয়া নামের একটি রোগে শরীরের কোষগুলো কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা নিয়ে গবেষণা করেছেন তিনি৷
চিকিৎসায় নতুন দিগন্ত
উইলিয়াম কাইলিন, গ্রেগ সেমেনজা এবং পিটার র্যাটক্লিফকে সম্মিলিতভাবে এ বছরের চিকিৎসা শাস্ত্রের নোবেল বিজয়ী ঘোষণা করেছে সুইডেনের ক্যারোলিন্সকা ইনস্টিটিউট ৷ ঘোষণাপত্রে বলা হয়েছে, তাঁরা শরীরের ভারসাম্যের একটি অনিবার্য প্রক্রিয়ার রহস্য ভেদ করেছেন৷ যার মাধ্যমে রক্তশূন্যতা, ক্যান্সার ও আরো অনেক রোগের চিকিৎসায় নতুন কৌশলের দ্বার উন্মোচন হবে৷
৯০ লাখ সুইডিশ ক্রোনা
প্রতিটি বিষয়ে নোবেলের পুরস্কার মূল্য ৯০ লাখ সুইডিশ ক্রোনা বা ৯১ হাজার ৮০০ ডলার৷ তিন গবেষক ও চিকিৎসা বিজ্ঞানীকে এই অর্থ সমান ভাগে দেয়া হবে৷ সাথে থাকবে একটি করে স্বর্ণের মেডেল ও সনদ৷
১১০ তম
এ নিয়ে চিকিৎসা শাস্ত্রের ১১০ তম নোবেলের ঘোষণা দিল কর্তৃপক্ষ৷ ১৯০১ সাল থেকেই এই বিষয়ে পুরস্কার দিয়ে আসছে তারা৷ প্রতিবছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণাটাও শুরু হয় চিকিৎসা শাস্ত্র দিয়েই৷
সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র
এখন পর্যন্ত চিকিৎসা শাস্ত্রে সবচেয়ে বেশি নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা৷ উইলিয়াম কাইলিন ও গ্রেগ সেমেনজার নোবেল বিজয়ের মধ্য দিয়ে যা পৌঁছে গেলে ১০০ টিতে৷ এরপরই আছে যুক্তরাজ্য৷ দেশটির ৩০ জন নাগরিক এখন পর্যন্ত চিকিৎসায় নোবেল পেয়েছেন৷ আর তৃতীয় অবস্থানে থাকা জার্মানি পেয়েছে ১৭ টি৷