1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিকিৎসায় নোবেল জিতলেন দুই ক্যানসার থেরাপি গবেষক

১ অক্টোবর ২০১৮

মানব দেহের রোগ প্রতিরোধক ব্যবস্থা কীভাবে ক্যানসার ঠেকাতে পারে তা নিয়ে গবেষণা করে এ বছর চিকিৎসায় নোবেল পু্রস্কার জিতেছেন বিজ্ঞানী জেমস পি অ্যালিসন ও তাসুকু হোনজো৷

https://p.dw.com/p/35p07
Nobelpreis für Medizin 2018 Tasuku Honjo James Allison
ছবি: AFP/Getty Images/J. Nackstrand

সোমবার স্টকহোমে নোবেল কমিটি ২০১৮ সালের জন্য এই দুই গবেষককে যৌথভাবে পুরস্কারের জন্য নির্বাচিত করে৷ ঘোষণার কিছু পরই কমিটি টুইট বার্তায় জানায় যে, এই দুই গবেষক ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে এক মাইলফলক উন্মোচিত করেছেন৷

অ্যালিসন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ও হোনজো জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে দেখান যে, শরীরে যে রোগ প্রতিরোধক ব্যবস্থা রয়েছে, তাতে ‘ব্রেক' তৈরি করে তা দিয়ে ক্যানসার কোষকে আক্রমণ করা যেতে পারে৷

‘‘অ্যালিসন ও হোনজো দেখিয়েছেন কীভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে রোগ প্রতিরোধক ব্যবস্থাকে কাজে লাগিয়ে ক্যানসারের নিরাময় করা যায়৷'' নোবেল কমিটি জানায়৷ পুরস্কারে নব্বই লাখ সুইডিশ ক্রাউন বা দশ লাখ ডলার পাচ্ছেন এই দুই গবেষক৷

অ্যালিসন তাঁর গবেষণায় দেখিয়েছেন যে, শরীরের একটি প্রোটিন উপাদান রোগ প্রতিরোধক ক্ষমতায় গতিরোধক বা ব্রেক তৈরি করতে পারে এবং যখন সেই গতিরোধককে ছেড়ে দেয়া হয় তখন তা টিউমারকে আঘাত করতে পারে৷

অন্যদিকে, হোনজো কাজ করেছেন আরেকটি প্রোটিন উপাদান নিয়ে৷ তবে তাঁর কৌশল একটু ভিন্ন৷

এ বছর নোবেল পুরস্কারের ঘোষণা চিকিৎসাবিজ্ঞান দিয়েই শুরু হলো৷ গত বছর এই পুরস্কার পান তিনজন মার্কিন বিজ্ঞানী৷

মঙ্গলবার পদার্থবিজ্ঞানে ও বুধবার রসায়নে নোবেল পুরস্কারের ঘোষণা দেয়া হবে৷ শুক্রবার অসলোতে শান্তিতে নোবেল দেয়া হবে৷ আগামী সোমবার দেয়া হবে অর্থনীতিতে৷ তবে এs বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে না৷ যাঁর পাওয়ার কথা ছিল সেই ফ্রেঞ্চ সাহিত্যিক জঁ-ক্লদ আরনো'র বিরুদ্ধে ধর্ষণ কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এমন সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি৷

ডেভিড মার্টিন/এসিবি (জেডএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য