চলন্ত বাসে ড্রাইভারের স্ট্রোক
২৩ অক্টোবর ২০১৮গাড়ি তখন ঘন্টায় ৮১ কিলোমিটার বেগে চলছিল৷ বাসে যাত্রী ছিলেন ত্রিশ জন৷ হঠাৎ মাঝরাস্তায় স্ট্রোক করে বসেন ড্রাইভার৷ পড়েও যান৷ ভাগ্যিস, দুই যাত্রী সঙ্গে সঙ্গেই দেখে ফেলেন৷ তাঁরা এসে দেখেন বাস রাস্তার কিনারায় চলে গেছে প্রায়৷ তাড়াতাড়ি স্টিয়ারিং ধরে সামলানোর চেষ্টা করেন৷ একজন ড্রাইভারের সিটের ওপর উঠে বাসের গতি নিয়ন্ত্রণ করে ইঞ্জিন বন্ধ করে দেন৷ বাস থেমে যায়৷ এভাবেই বেঁচে যায় ৩০ যাত্রীর প্রাণ৷
ভিডিওটি ‘নিউজ ফ্লেয়ার' নামক অনলাইন পোর্টালে প্রকাশ হবার পর সোমবার আরেক ফেসবুক প্ল্যাটফর্ম ‘ডেইলি ভাইরাল স্টোরিজ' প্রকাশ করে৷ প্রকাশের এক ঘন্টার মধ্যেই এর ভিউ লাখের ওপরে চলে যায়৷ নেটিজেনরা ঐ দুই যাত্রীকে ধন্যবাদ দেন৷ যাত্রীরা এরপর বাসের ড্রাইভারকে হাসপাতালে পৌঁছে দেন৷
কিন্তু ঠিক কোথায় ঘটেছে ঘটনাটি, তা জানা যায়নি৷ যাত্রী ও ড্রাইভারদের দেখে মনে হচ্ছে, এটি দক্ষিণ-পূর্ব বা পূর্ব এশিয়ার কোনো দেশে ঘটেছে৷ বাসের সিসিটিভির ফুটেজ থেকে ভিডিওটি তৈরি করে অনলাইন পোর্টালগুলো৷
জেডএ/এসিবি