চলছে বার্লিন চলচ্চিত্র উৎসব
জার্মানিতে বৃহস্পতিবার বার্লিন চলচ্চিত্র উৎসব বার্লিনালে শুরু হয়েছে৷ চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷ ‘ওপেনহাইমার’খ্যাত কিলিয়ান মার্ফির ছবিসহ মোট ২০টি চলচ্চিত্র এবার উৎসবের সেরা ছবি হওয়ার লড়াইয়ে নেমেছে৷
বার্লিনালের উদ্বোধন
জার্মানির বার্লিনে বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসব বার্লিনালের উদ্বোধন হয়েছে৷ ৭৪তম এই আসর চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷
প্রতিযোগিতায় কিলিয়ান মার্ফির ছবি
‘ওপেনহাইমার’খ্যাত কিলিয়ান মার্ফির একটি মুভিসহ মোট ২০টি চলচ্চিত্র এবার বার্লিনালের সেরা মুভির খেতাব জেতার প্রতিযোগিতায় আছে৷ মার্ফির মুভির নাম ‘স্মল থিংস লাইক দিজ’৷ এই মুভিতে আয়ারল্যান্ডে ক্যাথলিক গির্জা পরিচালিত এক আশ্রয়কেন্দ্রের তরুণীদের দুর্দশার কাহিনি উঠে এসেছে৷ ‘ওপেনহাইমার’-এ অভিনয়ের জন্য এবার অস্কার মনোনয়ন পেয়েছেন মার্ফি৷
জুরি বোর্ডের প্রধান নিয়ঙ্গো
সেরা ছবি নির্বাচনের জন্য গঠিত আন্তর্জাতিক জুরি বোর্ডের প্রধান অস্কারজয়ী মেক্সিকান-কেনিয়ান অভিনেত্রী লুপিতা নিয়ঙ্গো৷ বাকি ছয় জুরি হলেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ও পরিচালক ব্র্যাডি কর্বেট, হংকংয়ের পরিচালক অ্যান হুই, জার্মানির পরিচালক ক্রিস্টিয়ান পেটসল্ট, স্পেনের পরিচালক আলবার্টা সেরা, ইটালির অভিনেত্রী ও পরিচালক জেসমিন ত্রিঙ্কা ও ইউক্রেনের লেখিকা ওকসানা জাবুশকো৷
প্রথম নেপালি ছবি
বার্লিনালের ইতিহাসে প্রথমবারের মতো একটি নেপালি ছবি সেরার জন্য লড়ছে৷ মিন বাহাদুর ভাম পরিচালিত মুভিটির নাম ‘শাম্ভালা’৷ নববিবাহিত ও গর্ভবতী এক নারীর তার নিখোঁজ স্বামীকে খুঁজতে গিয়ে নিজেকে খুঁজে পাওয়ার কাহিনি নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে৷
আফ্রিকার তিন ছবি
মৌরিতানিয়ায় জন্মগ্রহণ করা মালির পরিচালক আবদাররহমান সিসাকোর ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘টিমবুক্তু’ মুভি অস্কারের জন্য মনোনীত হয়েছিল৷ তার পরিচালিত ‘ব্ল্যাক টি’ মুভি এবার বার্লিনালেতে সেরা পুরস্কারের জন্য লড়ছে৷ আইভরিকোস্টের এক তরুণীর এশিয়ায় কাজ করতে গিয়ে বয়স্ক এক চীনার প্রেমে পড়ার গল্প নিয়ে মুভিটি তৈরি হয়েছে৷ বাকি দুটি মুভি হচ্ছে ‘হু ডু আই বিলোং টু’ ও ‘ডাওমে’৷
বর্ণবাদ, এএফডির বিরুদ্ধে প্রতিবাদ
ইউরোপের চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে বার্লিনালের চরিত্র সবচেয়ে বেশি রাজনৈতিক৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ ছবিতে উদ্বোধনী অনুষ্ঠানের লাল গালিচায় উপস্থিত হওয়া কয়েকজন অতিথিকে বর্ণবাদ, এএফডির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে৷
মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনা
বার্লিনালেতে আগত দর্শনার্থীদের মধ্যে যারা মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে জানতে বা আলোচনা করতে আগ্রহী তাদের জন্য ‘টাইনি হাউস কর্মসূচি’র আয়োজন করা হয়েছে৷ শনিবার শুরু হওয়া কর্মসূচিটি চলবে সোমবার পর্যন্ত৷ কর্মসূচিটির পরিকল্পনায় আছেন ফিলিস্তিনি-জার্মান ইওয়ানা হাসুন ও ইসরায়েলি-জার্মান শাই হফমান৷ এই দুজন মানুষকে মধ্যপ্রাচ্য সংঘাত সম্পর্কে জানাতে কয়েক বছর ধরে কাজ করছেন৷
ইসরায়েলকে জার্মানির সমর্থনের প্রতিবাদে ছবি প্রত্যাহার
ঘানার পরিচালক আয়ো সালিথাবার একটি ছবি বার্লিনালেতে প্রদর্শিত হওয়ার কথা ছিল৷ কিন্তু গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে জার্মানি ইসরায়েলকে সমর্থন করায় তার প্রতিবাদে তিনি তার ছবিটি উৎসব থেকে প্রত্যাহার করে নিয়েছেন৷ তিনি জার্মানির সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বয়কটের ডাক দেওয়া ‘স্ট্রাইক জার্মানি’র প্রতি সমর্থন জানিয়েছেন৷