বাংলাদেশ-ভারত
২৫ ফেব্রুয়ারি ২০১২এ উপলক্ষ্যে আজ শনিবার সন্ধ্যায় কলকাতার প্রিন্সেপঘাটে গান গাইবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা ও ভারতের উষা উত্থুপ৷
এর আগে শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে গজল পরিবেশন করেন ভারতের পঙ্কজ উদাস৷ আর নজরুল সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের ফেরদৌস আরা৷ অনুষ্ঠানের শেষ দিকে দুজনে মিলে একটি গান গেয়ে শোনান৷ পঙ্কজ উদাস হিন্দিতে আর তা বাংলা করে গেয়ে শোনান ফেরদৌস আরা৷
আগামীকাল রবিবার গাইবেন বাংলাদেশের ফরিদা পারভীন ও ভারতের প্রভাতি বাউল৷ পরদিন সোমবার কলকাতার নজরুল মঞ্চে গাইবে বাংলাদেশের ব্যাণ্ড মাইলস ও কলকাতার চন্দ্রবিন্দু৷ আর উৎসবের শেষদিন বুধবার গান পরিবেশন করবে জেমসের নগর বাউল ও কলকাতার ক্যাকটাস৷
কলকাতা ছাড়াও নতুন দিল্লি ও মুম্বাইতে উৎসবের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ রবিবার মুম্বাইয়ের বান্দ্রা ফোর্টে সংগীত পরিবেশন করবেন জেমস ও জাবেদ আলী৷ আর সোমবার নতুন দিল্লির পুরানা কিল্লায় গান গাইবেন জেমস ও ভারতের ব্যান্ড ইন্ডিয়ান ওশেন৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম