গ্রেটদের চোখে টিম ইন্ডিয়ার পতন
আরো একবার নক আউটে বিদায় নিলো টিম ইন্ডিয়া৷ গ্রুপ পর্বের আগ্রাসী ক্রিকেট সেমিফাইনালে এসে খেই হারালো৷ ভারতের অপ্রত্যাশিত পরাজয়ের কারণ খুঁজেছেন সাবেক গ্রেটরা৷
শচীন টেন্ডুলকার
ধোনির ব্যাটিং পজিশন নিয়ে আপত্তি তুলেছেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তী৷ লিটল মাস্টারের মতে, পাঁচ নম্বর পজিশনে হার্দিকের বদলে ধোনিকে নামালে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো৷ শচীন বলেন, এরকম মূহূর্তে ধোনিকে কাজে লাগাতে হতো এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে হতো৷ আর সেখানেই ব্যর্থ হয়েছে পুরো দল৷
সৌরভ গাঙ্গুলী
প্রিন্স অব ক্যালকাটার সুরটাও শচীনের মতোই৷ তাঁর দাবি, ধোনি মাঠে থাকলে তরুণ ক্রিকেটারদের ওপর প্রভাব থাকতো৷ ফলে পন্তের মতো ভুল শট খেলে ফিরতে হতো না ব্যাটসম্যানদের৷ সৌরভ মনে করেন, ফিনিশার হিসেবে ধোনি দুর্দান্ত৷ সে ছয় মারতে না পারলেও, ওয়ান ডে জেতার কৌশলটা জানা৷ তাঁকে সাত নম্বরে নামানোর সিদ্ধান্ত মানতেই পারছেন না তিনি৷
ভিভিএস লক্ষণ
সেমিফাইনালে ভারতের অপ্রত্যাশিত হারে ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলছেন ভিভিএস লক্ষণ৷ যাকে তিনি বলছেন, ‘কৌশলগত বিপর্যয়’৷ তাঁর যুক্তি দীনেশ কার্তিক, হার্দিকের আগে ক্রিজে আসা দরকার ছিল ধোনির৷ লক্ষণ মনে করেন, ধোনির জন্য মঞ্চটা প্রস্তুত ছিল৷ ২০১১ সালের ফাইনালের কথা সামনে এনে তিনি বলেন, যুবরাজের আগে ধোনি মাঠে আসে৷ চার নম্বরে খেলে সে নিজেকে প্রমাণ করেছে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে৷
শোয়েব আখতার
হারের পেছনে ভারতের ব্যাটিংকে দায়ী করেছেন সাবেক পাকিস্তানি গতিদানব শোয়েব আখতার৷ তাঁর মতে, ভারতের সেরা পাঁচ ব্যাটসম্যান বাজে ব্যাটিং করেছেন৷ খেসারত দিয়েছে পুরো দল৷ রোহিত শর্মা যে বলে আউট হয়েছেন সেটি ছিল দুর্দান্ত৷ কিন্তু বিরাট কোহলির আউটকে ‘দুর্ভাগ্য‘ বলেছেন এই গতি তারকা৷ বোল্টের ওই বলটি বেলের ওপর দিয়ে চলে যাচ্ছিল বলে দাবি তাঁর৷ কিন্তু মাঠের আম্পায়ার কোহলিকে আউট দিয়েছেন৷
কেভিন পিটারসেন
ভারতের হার নিয়ে কিছু বলেননি, কিন্তু রিশভ পন্তের শট নির্বাচনকে ‘প্যাথেটিক’ বলেছেন সাবেক ইংলিশ ক্যাপ্টেন কেভিন পিটারসেন৷ টুইটারে লিখেছেন, আর কতো দেখতে হবে রিশভের এমন শট? উত্তরে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ লিখেন, ‘‘মাত্র আটটি ওডিআই খেলেছে৷ এটা ভুল নয়, শিখবে ও ভালো করবে৷ ’প্যাথেটিক’ নয়৷’’ ফিরতি টুইটে কেভিন আবার লিখেন, ‘‘হতাশা থেকে এমন বলেছি৷ কারণ সে ভালো ক্রিকেটার৷ আশাকরি, দ্রুত শিখে নিতে পারবে৷’’