গ্রুপ পর্বে অপরাজিত বাংলাদেশ
১০ জুলাই ২০১৮সালমা খাতুনের টস ভাগ্য বরবারই ভালো৷ সঙ্গে আছে স্ট্রং বোলিং লাইনআপ৷ উট্রেশটে এদিনও তাই বল হাতে তুলে নিলেন টাইগ্রেসরা৷ দুর্দান্ত বোলিংয়ে আরব আমিরাতের মেয়েদের রানের গতি থামিয়ে রাখতে পারলেও উইকেট ঠিক মিলছিল না৷
সপ্তম ওভারে অবশেষে এলো কাঙ্খিত উইকেট৷ গালিতে ফেলে দ্রুত জায়গা বদল করতে যান দুই ওপেনিং ব্যাটসম্যান ওজা ও সেনেভিরত্না৷ কিন্তু চৌকস ফিল্ডার রুমানাকে ফাঁকি দিতে পারেননি তাঁরা৷ দ্রুত বল কুড়িয়ে কিপার শামীমার হাতে ফেরত পাঠান তিনি৷ শামীমা দেরি করেননি এক মুহূর্তও৷ ফলে ৭ রানে ফিরে আসেন সেনেভিরত্না৷ দলীয় সংগ্রহ তখন ১৬৷
সেই যে উইকেটের খাতা খুললেন বাংলাদেশের মেয়েরা, তা আর যেন থামেই না৷ নিয়মিত বিরতিতে একের পর এক আমিরাতের ব্যাটসম্যান ফিরতে থাকেন সাজঘরে৷ তাঁদের যাওয়া-আসার এই মিছিলকে ত্বরান্বিত করেন আগের ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া ফাহিমা খাতুন৷ এই ডানহাতি লেগস্পিনার ইনিংসের ১৩তম ওভারে পরপর তিন বলে ফিরিয়ে দেন তিন আমিরাত ব্যাটসম্যানকে৷ সবমিলিয়ে ৪ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি৷ এছাড়া রুমানা ২ ওভারে ৪ রান দিয়ে নেন ২ উইকেট৷ আরেক স্পিনার নাহিদা আক্তারও নেন ২ উইকেট৷ সবমিলিয়ে ১৬ ওভার ২ বল খেলে ৩৯ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত৷
জবাবে শুরুতেই ওপেনার আয়শার উইকেট হারায় বাংলাদেশ৷ কিন্তু আরেক ওপেনার নিগার ও তিন নম্বরে ব্যাট করতে নামা সানজিদার ঝড়ো ইনিংসে মাত্র ৬ ওভার ৫ বলে জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা৷ সানজিদা ৯ বলে ১৫ রান করে আউট হলেও নিগার ২২ বলে ২১ করে অপরাজিত থাকেন৷
স্বাভাবিকভাবেই ফাহিমা হন ম্যাচসেরা৷
এই জয়ের ফলে গ্রুপ ‘এ' থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে৷ অন্য গ্রুপে আয়ারল্যান্ডও তিন ম্যাচেই জয় পেয়েছে৷ সেমিফাইনালে অন্য গ্রুপের দ্বিতীয় অবস্থানে থাকা স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা৷