গ্রিনল্যান্ডের অবিশ্বাস্য যত দৃশ্য
উত্তর মেরুর গ্রিনল্যান্ডের কিছু চিত্র বিশ্বের অন্যত্র দেখা যায় না৷ ছবিঘরে দেখুন তার কিছু দৃশ্য৷
ভাসছে বরফ
ছবিতে দেখা যাচ্ছে গ্রিনল্যান্ডের ইলুলিসাট অঞ্চলের একি হিমবাহটি৷ হিমবাহের গা থেকে ভেঙে একটি বরফের চাঁই ভাসছে পানিতে৷
সূর্যোদয়
তুষারের মাঝে সূর্যোদয় ঠিক কেমন? ওপরের ছবিতে দেখা যাচ্ছে ডিস্কো বে’র একটি অংশ৷ সকালের প্রথম আলো এসে পড়ছে পাহাড়ের গায়ে৷
সাদাকালো
ছবিটি সাদা ও কালো রঙের বলে বোঝা যাচ্ছে না এর আসল রূপ৷ আসলে, ছবিতে দেখা যাচ্ছে গলতে থাকা বরফের দৃশ্য, যা দেখতে অবিকল আগ্নেয়গিরির লাভার মতো!
জলবায়ু পরিবর্তন
পৃথিবীর বাড়ন্ত তাপমাত্রার ফলে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ দ্রুত গলছে তুষার, যার প্রভাব থেকে বাদ পড়েনি গ্রিনল্যান্ডও৷ ছবিতে দেখা যাচ্ছে ডিস্কো বে’র কাছে গলে যাওয়া তুষার থেকে সৃষ্ট একটি হ্রদ৷
ঠিক যেন সিনেমা
টাইটানিক সিনেমায় দেখা দৃশ্যের মতো একটি বিরাট বরফের চাঁই বা আইসবার্গ দেখা যাচ্ছে ছবিতে৷ গ্রিনল্যান্ডে এমন দৃশ্য বিরল নয়৷
বাসাগুলি যেমন
গ্রিনল্যান্ডের আবহাওয়া খুব ঠাণ্ডা হলেও সেখানে বাস করেন বেশ কিছু মানুষ৷ ছবিতে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে গায়ে এমন কিছু রংবেরঙের বাসা৷
ধূসর তুষার
গলে যাওয়া তুষারের রং কিন্তু সব সময় ধবধবে সাদা হয় না৷ মাঝে মাঝে হালকা খয়েরি বা ওপরের ছবির মতো হালকা ধূসর রঙেরও হয়৷
মনোরম প্রকৃতি
চারিদিকে সুন্দর তুষার ও কান পাতলে ভেসে আসে ভাঙতে থাকা বরফের আওয়াজ৷ এমন অভিজ্ঞতা পেতে যেতেই হবে গ্রিনল্যান্ড!