গোল্ডেন গ্লোবেও নেটফ্লিক্সের রমরমা
অস্কারের পর এবার গোল্ডেন গ্লোবের নমিনেশনেও নেটফ্লিক্সের একাধিপত্য। অনলাইন স্ট্রিমিংয়ের এই অ্যাপের ৪২টি ছবি এবং সিরিজ নমিনেশন পেয়েছে।
বিজয়ী নেটফ্লিক্স
দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো সেভেন। অ্যামেরিকার বর্ণবাদী ব্যবস্থা নিয়ে তৈরি এই ছবি নেটফ্লিক্সে সাড়া ফেলে দিয়েছে। গোল্ডেন গ্লোবেও নমিনেশন পেয়েছে ছবিটি। সব মিলিয়ে নেটফ্লিক্স অরিজিন্যালের ২২টি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা এবং ২০টি সিরিজ গোল্ডেন গ্লোবের জন্য নমিনেশন পেয়েছে।
ব্লুজ থেকে জ্যাজ
অভিনেত্রী ভায়োলা ডেভিস নেটফ্লিক্সের একটি জীবনীমূলক সিনেমায় অভিনয় করেছেন। ব্লুজ গায়িকা মা রেইনির জীবন নিয়ে তৈরি সেই গল্পে ধরা পড়েছে সেই সময়ের অ্যাফ্রো-অ্যামেরিকানদের লড়াই। আরেকটি ছবিতে গায়িকা অ্যান্ড্রা ডজে অভিনয় করেছেন বিখ্যাত জ্যাজ গায়িকা বিল্লি হলিডের জীবন নিয়ে। নেশায় ডুবে থাকতেন বিল্লি। দুইটি ছবিই নমিনেশন পেয়েছে। লড়াই হাড্ডাহাড্ডি।
নারী পরিচালকদের জয়জয়কার
আজ পর্যন্ত মাত্র পাঁচজন নারী পরিচালক গোল্ডেন গ্লোবে নমিনেশন পেয়েছেন। শেষ পেয়েছিলেন আভা দুভারনে, ২০১৪ সালে। এ বছর পাঁচজনের মধ্যে তিনজন পরিচালকই নারী।
নোম্যাডল্যান্ড ছবিতে ম্যাকডরম্যান্ড
নোম্যাডল্যান্ড ছবিটিতে এক নারীর যাযাবর জীবনের গল্প দেখানো হয়েছে। ২০১৭ সালের একটি উপন্যাসের আধারে তৈরি হয়েছে ছবিটি। দুইবারের অস্কারজয়ী ম্যাকডরম্যান্ড সেখানে অভিনয় করেছেন। গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার অপেক্ষায় তিনি।
দ্য ক্রাউন
নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ দ্য ক্রাউন। ব্রিটিশ রাজপরিবারকে নিয়ে তৈরি এই সিরিজ আগেই সেড়ে ফেলেছিল। গোল্ডেন গ্লোবের মঞ্চেও ওই সিরিজ থেকে একাধিক অভিনেত্রী নমিনেশন পেয়েছেন। ডায়নার ভূমিকায় অভিনয় করা এম্মা করিন, মার্গারেট থ্যাচারের চরিত্রে অভিনয় করা গিলিয়ান অ্যান্ডারসন সকলেই নমিনেশন পেয়েছেন।
কমেডির নাম বোরাট
বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম এই সময়ের অন্যতম জনপ্রিয় স্যাটায়ার এবং কমেডি। যেখানে অভিনয় করেছেন ব্যারোন কোহেন। শিকাগো সেভেনেও অভিনয় করেছেন তিনি। বেস্ট অ্যাক্টর এবং সেরা কমেডির দৌড়ে রয়েছেন কোহেন। এসজি/জিএইচ (ব্রেন্ডা হ্যাস)