‘গোলাপি’ বিতর্ক
২৪ জানুয়ারি ২০১৪প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে৷ বাংলা ব্লগ সামহয়্যারইন ব্লগে নুরুল আমিন লিখেছেন, ‘‘গোলাপিরা গার্মেন্টস কর্মী, গোলাপিদের স্বজনরা বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠায়, গোলাপির ভাই, বাবারা কৃষি কাজ করে এই দেশকে বাঁচিয়ে রাখে, এরাই দেশের শিল্প পণ্যের বড় ক্রেতা৷ আপনার মতো লীগাররা এদেরকে শোষণ করে চলেন৷ সুতরাং গোলাপি হলে ম্যাডাম তো এদেরই প্রতিনিধিত্ব করবে৷''
এই ব্লগার লিখেছেন, ‘‘গোলাপিদের ট্রেনের গন্তব্য সব সময় দেশের ভিতর থাকে, যে ট্রেনের গন্তব্য সব সময় ইন্ডিয়া উপঢৌকন নিয়ে যাওয়া, সে ট্রেনের যাত্রী না হওয়া তো গর্বের, তাই নয় কি?''
ডয়চে ভেলের ফেসবুক পাতায় শেখ হাসিনার মন্তব্যের প্রেক্ষিতে পাঠকের উদ্দেশ্যে প্রশ্ন রাখা হয়, ‘‘প্রধানমন্ত্রীর এই মন্তব্য আপনার কাছে কি শোভন মনে হয়েছে?'' এই প্রশ্নের উত্তর দিয়েছেন অসংখ্য পাঠক৷ এনায়েত উল্লাহ লিখেছেন, ‘‘না মোটেই শোভন মনে হয়নি৷ এ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দাম্ভিক বক্তব্য হয়েছে৷ এ রকম বক্তব্য আমাদের রাজনৈতিক বিবেদকে আরো উস্কে দিবে৷''
নাসিরুল্লাহ আহমেদ লিখেছেন, ‘‘একটি দেশের প্রধানমন্ত্রীর ভাষা এরকম কেন? দেশের মানুষ তাঁর কাছে কী শিখবে? সস্তা ‘খোঁচা' মাঠ পর্যায়ের নেতাদের মুখে মানায়, প্রধানমন্ত্রীর বেলায় বিশ্রী শোনায়৷''
ফেসবুকে আনু মোস্তফা এই বিষয়ে লিখেছেন, ‘‘রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মতো উচ্চ পদে থেকে হয়ত এমন বক্তব্য শোভন নয় – কিন্তু খালেদা জিয়াও শোভন আচরণ দেখান না৷ এদের মধ্যে মৌলিক কিছু তফাত আছে তবে রুচিবোধ সংক্রান্ত বিশেষ তফাত নেই৷ এর আগে খালেদা জিয়া গোপালি বলে কটুক্তি করেছিলেন৷ আসলে টিট ফর ট্যাট৷''
সাংবাদিক গোলাম মোর্তোজা ফেসবুকে লিখেছেন, ‘‘...এখনকার নেতাদের অশ্লীল, অন্যের প্রতি অশ্রদ্ধাপূর্ণ বক্তব্য শুনছি আর বঙ্গবন্ধুর কথা ভাবছি৷ ছোট দেশের বড় নেতা বঙ্গবন্ধু৷ বড় নেতার দলের – দেশের মানুষ কি করে এত ছোট হয়ে যেতে পারে!!''
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ