1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোটা ভারতে উৎসব, পাশাপাশি পুণমকে নিয়ে বিতর্ক

৩ এপ্রিল ২০১১

মহেন্দ্র সিং ধোনির ছক্কাটি গ্যালারিতে এসে পড়ার পরপরই গোটা ভারত ভেঙ্গে পড়েছে বাঁধভাঙ্গা উচ্ছাসে৷ প্রায় সোয়া’শ কোটি মানুষের দেশজুড়ে এখন চলছে বর্ণিল উৎসব৷ আর এই উৎসবে আরও রং যোগ করেছেন বলিউড তারকারা৷

https://p.dw.com/p/10maE
ছবি: picture-alliance/dpa

শনিবার ফাইনাল ম্যাচ দেখতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বলিউডের নামজাদা সব তারকারা৷ আমির খান, সাইফ আলী খান, মনসুর আলী খান পটৌদি, শর্মিলা ঠাকুর সহ গোটা বলিউডই যেন হাজির হয়েছিল গ্যালারিতে৷ তাদের পাশাপাশি ভারত ও শ্রীলংকা দলের খেলোয়াড়দের স্ত্রীরাও ছিলেন গ্যালারির অন্যতম আকর্ষণ৷ পুরো ম্যাচে তাঁরা উৎসাহ যুগিয়ে গিয়েছেন নিজ দলের খেলোয়াড়দের৷ এছাড়া রাজনীতিবিদরাও বাদ যাননি৷ যাঁদের মধ্যে ছিলেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসে, ভারতের গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী৷

Sexismus in der Werbung
পুনম কি এভাবে ক্যামেরার সামনে আসতে চান?ছবি: picture alliance/dpa

ভারতীয় দলের বিজয় কামনায় গায়িকা লতা মঙ্গেশকর কাল উপোস ছিলেন৷ তাঁর এই উপোসে সৃষ্টিকর্তা সাড়া দিয়েছেন৷ তবে পুণম পান্ডেকে নিয়ে কিন্তু বিতর্ক থামছে না৷ মডেল পুণম ঘোষণা করেছিলেন যে ভারত জিতলে তিনি নগ্ন হয়ে পোজ দেবেন৷ পুণমের এই ঘোষণা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷ অনেকেই এটাকে বাড়াবাড়ি হিসেবে দেখছেন৷ এই যেমন প্রখ্যাত ডিজাইনার ফারাহ খান আলি পুণমের সমালোচনা করে বলেছেন, যারা পুনমের এই ঘোষণায় খুব উৎসাহী হয়ে উঠেছেন তাদের এর বদলে পর্নো ছবি দেখা উচিত৷ জানা গেছে, পুনমের বিরুদ্ধে নাকি মামলাও হতে যাচ্ছে ভারতীয় সংস্কৃতির অবমাননার জন্য৷ মামলা আনছে বিজেপি এবং পান্ডে পদবীর এক আইনজীবি৷ শেষ পর্যন্ত পুণম নগ্ন হননি ঠিকই, কিন্তু শুধুমাত্র ‘নগ্ন হবো' বলে ঘোষণা করে এই মুহূর্তে বেশ বিপাকেই পড়েছেন বিখ্যাতির পিছনে দৌড়ানো এই মডেল তথা অভিনেত্রী৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান