গুম নিয়ে শীর্ষ ব্যক্তিদের মন্তব্য
বাংলাদেশে গুম, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চেয়েছে জাতিসংঘ৷ গুম নিয়ে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিভিন্ন মন্তব্য নিয়ে ছবিঘরটি সাজানো হয়েছে৷
সরকারের বক্তব্য
সম্প্রতি বাংলাদেশ সফর করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেট৷ ১৪ আগস্ট বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন তিনি৷ তখন তাকে একটি ভিডিও দেখানো হয় বলে জানিয়েছে প্রথম আলো৷ এতে বলা হয় বাংলাদেশে তিন কারণে মানুষ ‘নিখোঁজ’ হয়৷ প্রথমত, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে জড়িত হওয়ার পর শাস্তি থেকে বাঁচার জন্য৷ দ্বিতীয়ত, কেউ ব্যবসায় লোকসান করলে৷ তৃতীয়ত, পারিবারিক কারণে৷
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
মিশেল বাচেলেটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীরও বৈঠক হয়েছে৷ এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমাদের দেশে যেটা হয়, সেটাই আমরা বলেছি৷ তাদের বলেছি, এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্সেস (গুম) শব্দ আমাদের দেশে নাই৷ তবে কিছু কিছু লোক বলেছে, ৭৬ জন লোক নাকি গত ১০ বছরে নিখোঁজ হয়েছে৷ তারা বলেছে যে সরকারই নাকি নিখোঁজ করেছে৷ ৭৬ জনের ১০ জনকে আবার দেখা গেল, পাওয়া গেছে ঘোরাঘুরি করছে৷ আর বাকিগুলো এখনো আমরা ঠিক জানি না৷’’
জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল বাচেলেট
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাচেলেট বলেন, ‘‘গুম, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ৷’’ তিনি বলেন, ‘‘নির্যাতন, বিচারবির্হিভূত হত্যাকাণ্ড, গুম - এমন সব অভিযোগ রয়েছে বাংলাদেশের এলিট ফোর্স ব়্যাবের বিরুদ্ধে৷ আমি মন্ত্রীদের সঙ্গে আলোচনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছি৷ স্বাধীন, স্বচ্ছ ও প্রভাবমুক্ত তদন্তের কথা বলেছি৷ সেই সঙ্গে সংস্কারের পরামর্শ দিয়েছি৷’’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৬ আগস্ট বিএনপির এই নেতা দাবি করেন, তাদের ৬০০-র বেশি নেতা-কর্মীকে গুম করা হয়েছে৷ বাংলাদেশে ‘গুমের’ ঘটনা নিয়ে নেত্রনিউজে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে তিনি বলেন, ‘‘নেত্রনিউজের প্রতিবেদন প্রকাশের পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট দিয়েছে৷ এই যে ভয়াবহ, ভয়ংকর মানবাধিকারের যে চিত্র, এই চিত্র অবশ্যই শুধু নিন্দা নয়, এটা জঘন্যতম একটা ঘটনা৷’’ এ বিষয়ে তদন্ত করতে তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান৷
ইলিয়াস আলী সম্পর্কে ব়্যাবের বক্তব্য
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে ‘গুম করা হয়েছে’ দাবি করার পাশাপাশি সুইডেনভিত্তিক ‘নেত্র নিউজ’ গত এপ্রিলে আরো দাবি করে যে, এর সঙ্গে ব়্যাব জড়িত৷ এ ব্যাপারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ‘‘আমরাও চেষ্টা করছি তাকে খুঁজে বের করার৷’’ তিনি বলেন, ‘‘ইলিয়াস আলীর বিষয়ে নেত্র নিউজ নামের সংবাদমাধ্যমটি যেভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে, র্যাব মনে করে, তা সম্পূর্ণ ভিত্তিহীন৷’’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২০১৭ সালে সংসদে দেয়া বক্তব্য প্রধানমন্ত্রী বলেছিলেন গুম শুধু বাংলাদেশে নয়, অন্য দেশেও হচ্ছে৷ তিনি বলেন, ‘‘২০০৯ সালের একটি হিসাবে ব্রিটেনে দুই লাখ ৭৫ হাজার ব্রিটিশ নাগরিক গুম হয়ে গেল৷ তার মধ্যে ২০ হাজারের কোনো হদিসই পাওয়া গেল না৷ অ্যামেরিকার অবস্থা আরও ভয়াবহ৷ তাদের সব কিছু তো আধুনিক প্রযুক্তিসম্পন্ন, তারপরও সেই দেশে এত লোক গুম হয়, তার খোঁজ পাওয়া যায় না৷’’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়৷ বিভিন্ন আত্মগোপনের ঘটনাকে গুম বলে চালিয়ে দেওয়া হচ্ছে৷ বাংলাদেশে কেউ গুম হয় না৷