1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজরাটে প্যাটেল ভোট পেতে নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র

১৩ সেপ্টেম্বর ২০২১

মোদী-শাহের রাজ্য গুজরাটে আচমকাই মুখ্যমন্ত্রী বদল। সরে গেলেন বিজয় রূপানি। নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

https://p.dw.com/p/40Er5
প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাটে ভোটের আগে মুখ্যমন্ত্রী বদল করা হলো। ছবি: Adnan Abidi/REUTERS

খুব কম সময়ের মধ্যে তিনটি রাজ্যে চারজন মুখ্যমন্ত্রী বদল করল বিজেপি। উত্তরাখণ্ড ও কর্ণাটকের পর এবার ছিল গুজরাটের পালা। মোদী-শাহের রাজ্যে বিজয় রূপাণি নির্বাচনের ১৫ মাস আগে ইস্তফা দিলেন। আর তার জায়গায় যিনি রোববার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন তিনি প্রথমবারের বিধায়ক। গত বিধানসভা নির্বাচনে সব চেয়ে বেশি ভোটে জিতে আসা ভূপেন্দ্র প্যাটেল।

গুজরাট বিজেপি-র অভ্যন্তরীণ রাজনীতিতে ভূপেন্দ্র সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমানে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যালের ঘনিষ্ঠ নেতা। আনন্দীবেন আবার মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত। বিজয় রূপানি ইস্তফা দেয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মন্ডাভিয়া, নীতিন প্যাটেল সহ বশ কয়েকজন নেতা মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন। ভূপেন্দ্রর নাম তখন শোনা যায়নি।

কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে মোদী অনেক সময়ই এরকম চমকপ্রদ সিদ্ধান্ত নেন। এর আগে হরিয়ানার মনোহরলাল খাট্টার, ঝাড়খণ্ডে রঘুবর দাসকে বেছে নিয়ে মোদী এই চমক দিয়েছিলেন। তবে তার সেরা চমক ছিল রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করা। 

কেন পরিবর্তন?

সম্প্রতি কর্ণাটকে ইয়েদুরাপ্পাকে সরিয়ে নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ করা হয়েছে। উত্তরাখণ্ডে পরপর দুই জন মুখ্যমন্ত্রী বদল হয়েছে। তারপর গুজরটে হলো।

গুজরাটে মুখ্যমন্ত্রী বদলের সঙ্গে সরাসরি নির্বাচনের যোগ আছে। ভোট আর ১৫ মাসের মধ্যে। এখনো প্যাটেলরা বিজপি-র উপর খুশি নয়। একসময় প্যাটেলদের সংরক্ষণের আওতায় নিয়ে আসার দাবি তোলা হার্দিক প্যাটেল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই অবস্থায় প্যাটেলদের মন পেতে তাদের সম্প্রদায় থেকে ভূপেন্দ্র প্যাটেলকে বেছে নিয়েছেন মোদী।

রূপানির বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল, তিনি করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা ঠিকভাবে করতে পারেননি। সেজন্য তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল ও আছে। তাকে সরিয়ে দিয়ে সেই ক্ষোভেরও নিরসন করতে চেয়েছেন মোদী। এটাও তার বহুব্যবহৃত কৌশল।

কে এই ভূপেন্দ্র প্যাটেল

আনন্দীবেন প্যাটেলের ঘাটলোডিয়া কেন্দ্র থেকেই জিতে এসেছেন ভূপেন্দ্র প্যাটেল। গত নির্বাচনে তিনি সব চেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি আমেদাবাদ পুরসভা ও আমেদাবাদ উন্নয়ন পর্ষদের প্রধান ছিলেন।

৫৯ বছর বয়সি ভূপেন্দ্রর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা আছে এবং গত নির্বাচনের সময় হলফনামায় তিনি জানিয়েছিলেন, তার সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি টাকা।

জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি)