ফেসবুক বনাম গুগল প্লাস
১৯ মে ২০১৩এ লক্ষ্যে বুধবার থেকে একসঙ্গে ৪১টি নতুন ফিচার চালু হয়েছে গুগল প্লাসে৷ এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ‘ফটো-ম্যানেজমেন্ট টুল'৷ এর ফলে গুগল প্লাসে আপনি যত খুশি তত ছবি আপলোড করতে পারবেন৷ গুগল সেই ছবিগুলো থেকে যেগুলো ঝাপসা, সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই বাদ দিয়ে দেবে৷ ফলে আপনাকে কষ্ট করে আর আগে ছবি বাছাই করে তারপর আপলোড করতে হবে না৷
এরপরও যদি গুগল মনে করে যে, অমুক ছবিটি ভালো নয় তাহলে সে নিজে থেকেই সেটাকে ভালো করার চেষ্টা করবে৷ অর্থাৎ, যে কাজ করার জন্য মানুষ টাকা দিয়ে অ্যাডোব ফটোশপ, অ্যাপলের আইফটো বা পিকাসার মতো সফটওয়্যার কেনেন, তা থেকে রক্ষা করবে গুগল প্লাস৷
এখানেই শেষ নয়, ব্যবহারকারীরা যেন বেশি বেশি ছবি জমিয়ে রাখতে পারে সেজন্য প্রত্যেক গুগল প্লাস অ্যাকাউন্টধারীকে ১৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি জায়গা দেয়া হবে৷ আগে যেটা ছিল মাত্র পাঁচ গিগাবাইট৷ এর ফলে এখন থেকে ব্যবহারকারীরা কোনো ছবির রেজোলিউশনে পরিবর্তন না এনেই সেটা সংগ্রহ করে রাখতে পারবে৷
হ্যাশ ট্যাগ (#)
গুগল প্লাসে এখন হ্যাশ ট্যাগও পাওয়া যাচ্ছে৷ এর মাধ্যমে ঐ মুহূর্তে কোন ছবি বা পোস্টটা বেশি আলোচিত – সেটা জানতে পারবেন ব্যবহারকারীরা৷ তবে কেউ এই সুবিধা না চাইলে সেটা ‘অফ' করেও রাখতে পারবেন৷ উল্লেখ্য, ফেসবুকে কিন্তু এখনও এই সেবাটা নেই৷
এবার আপনিই চিন্তা করে দেখুন গুগল প্লাসে অ্যাকাউন্ট খুলবেন কিনা!
জেডএইচ/ডিজি (এপি)