গায়ক ইউসুন’দুর এবার সেনেগালে প্রেসিডেন্ট প্রার্থী
৪ জানুয়ারি ২০১২সেই ইউসুন'দুর এবার সেনেগালের প্রেসিডেন্ট পদপ্রার্থী৷
৫২ বছর বয়সি ইউসুন'দুর ১২ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন৷ তার গানের কথায় চিরকালই এসে পড়েছে সমাজচেতনা এবং রাজনীতির সমালোচনা৷ সাম্প্রতিক কয়েক বছরে তাকে সেনেগালের বিভিন্ন সামাজিক আন্দোলনের প্রবক্তা হতে দেখা গেছে, যেমন 'রোল ব্যাক ম্যালেরিয়া' নামের একটি ম্যালেরিয়া প্রতিরোধী আন্দোলন, যার উদ্দেশ্য ছিল সেনেগালে মশারির ব্যবহার বাড়ানো৷
অন্যদিকে ইউসুন'দুর স্টিং, ব্রুস স্প্রিংস্টীন, ট্রেসি চ্যাপম্যান, ওয়াইক্লিফ জিন, লু রীড পর্যায়ের গায়কদের সঙ্গে মঞ্চে নেমেছেন৷ প্যারিস কি নিউ ইয়র্কে মানুষজন তাকে একডাকে চেনে৷ গ্র্যামি জিতেছেন, যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিগ্রি পেয়েছেন; জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়েছেন৷ তার নিজের খবরের কাগজ, রেডিও ও টেলিভিশন স্টেশন, সবই আছে৷
কিন্তু সবচেয়ে বড় কথা, ইউসুন'দুর কোনোদিন সেনেগাল ছেড়ে যাননি, সেনেগালকে ভুলে যাননি৷ আজও রাজধানী ডাকার'এ তার নিজের নাইটক্লাব থিওসানে'তে তাকে সময় পেলে শনিবার রাতে মাইক হাতে গান গাইতে দেখা যায়৷ ডাকার তথা সেনেগালের মানুষও তাকে সেইজন্যেই ভালোবাসে৷ ডাকারের ট্যাক্সির সীটব্যাক টেলিভিশন স্ক্রীনে ইউসুনদুর'এর পুরনো মিউজিক ভিডিও চলে৷
''আমার বিদেশে কোনো শিকড় নেই,'' বলেছেন ইউসুন'দুর, ''যা কিছু রোজগার করেছি, সব সেনেগালেই বিনিয়োগ করেছি৷'' এবং সেনেগালের প্রতি সেই বিশ্বস্ততার উপর নির্ভর করেই তিনি আগামী ফেব্রুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন৷ ''আমি বিশেষ উচ্চশিক্ষিত নই,'' বলেছেন ইউসুন'দুর৷ তিনি বই থেকে শেখেননি, শিখেছেন জীবন থেকে, বলেছেন তিনি৷
পশ্চিম আফ্রিকার সেনেগালের মানুষ তার দাম দেবে বৈকি৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা. আবদুল্লাহ আল-ফারূক