1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যএশিয়া

গানে, গ্রাফিতিতে করোনা জয়ের কথা

৬ ডিসেম্বর ২০২০

একবছর আগে চীনের উহান শহরে ধরা পড়ে করোনা ভাইরাস৷ দিনটিকে নানাভাবে স্মরণ করেছেন উহানের মানুষ৷ সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষের হন্তারক এ ভাইরাসের সঙ্গে এখনো লড়ছে মানুষ৷

https://p.dw.com/p/3mHiE
China Wuhan | Coronavirus | Temperaturmessung
ছবি: Getty Images/AFP/H. Retamal

গিটারে বিষাদের সুরে প্রিয়জন হারানোর হাহাকার৷মাইক্রোফোনে ভেসে আসা সুরের ওঠানামায় শিল্পী লু ইয়ান বর্ণনা করছেন করোনায় ক্লান্ত শহর উহানের বেদনাগাঁথা৷ আর সেই সাথে জানাচ্ছেন ‘এ যুদ্ধে আমরা জয়ী'৷

এক বছর আগে ধরা পড়া করোনায় দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয় উহান শহরে৷ ৭৬ দিনের লকডাউন মেনে নিয়ে যন্ত্রণাও কম সইতে হয়নি শহরবাসীকে৷ গানে তাই শহরবাসীকে ধন্যবাদ দিতে ভুলেননি শহরটির শিল্পীরা৷ জাতির জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছে  উহানবাসী, গাইলেন ইয়ান৷

শুধু গানে নয়, গ্রাফিতি কিংবা রম্যরচনায়ও উহান শহরের এ ত্যাগকে স্বীকার করছেন সেখানকার শিল্পীরা৷ সেই সাথে এ ভাইরাসে নিহতদের প্রতি জানিয়েছেন শোক৷

চীনে রাজনৈতিক স্পর্শকাতর গ্রাফিতি বা এ ধরনের অংকনে রয়েছে নিষেধাজ্ঞা৷ তারপরও থেমে নেই আঁকিয়েরা৷  হুয়াং বোয়েন গ্রাফিতির মাধ্যমে ধরে রাখতে চান করোনার স্মৃতি, হোক না তা ভয়াবহ৷ গ্রাফিতি আঁকতে তাকে শহরে ঘুরে বেড়াতে হয়েছে৷ এজন্য শহর কর্তৃপক্ষের কাছ থেকে নিয়েছেন স্বেচ্ছাসেবার অনুমতি৷ 

করোনার প্রথমদিকে এ ভাইরাসের বিষয়ে যে কয়জন ডাক্তার চীন সরকারকে সতর্ক করেছিলেন তাদের একজন লি ওয়েনলিয়াং৷ করোনায় আক্রান্ত হয়েই মারা যান তিনি৷ গ্রাফিতিতে হুয়াং স্মরণ করেছেন সেই চিকিৎসককেও৷ ডাক্তার লি যে হাসপাতালে কাজ করতেন সে হাসপাতালের দেয়ালে আঁকা গ্রাফিতিতে হুয়াং লিখেছেন ‘সততার সাথে কথা বলুন এবং সবসময় এটি মনে রাখুন'৷   

‘আমি যা বলতে চেয়েছি তাই বলেছি,' শিল্পের প্রতি নিজের ভালোবাসার কথা এভাবেই জানালেন হুয়াং৷

ব্লগাররাও নানাভাবে স্মরণ করছেন উহান শহরে করোনার হানাকে৷ দেশটির গণমাধ্যমে এমনই একটি ভিডিওর কথা বলা হয়েছে৷ ভিডিওতে একজন ব্লগার উহান শহর ও এর বাসিন্দারা কীভাবে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তার বর্ণনা দিয়েছেন৷

আরআর/এসিবি (এএফপি)