1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাদ্দাফির তিন এলাকার একটি এনটিসির দখলে

২২ সেপ্টেম্বর ২০১১

প্রায় গোটা দেশ এনটিসি'র কব্জায় এসে গেলেও তিনটি বিচ্ছিন্ন এলাকায় গাদ্দাফির অনুগামীরা টিকে গেছে৷ মাস তিনেকের মধ্যেই তাদের চূড়ান্ত পরাজয় ঘটবে বলে মনে করছে ন্যাটো৷

https://p.dw.com/p/12ej9
এগিয়ে চলেছে এনটিসি বাহিনী, তবে সাফল্য পেতে সময় লাগছেছবি: picture alliance/dpa

এনটিসি যত সহজে ত্রিপোলি দখল করতে পেরেছিল, সির্ত, বানি ওয়ালিদ ও সাবাহ দখল করতে ততই বেগ পেতে হচ্ছে৷ এর মধ্যে দক্ষিণে সাহারা মরুভূমির বুকে সাবাহ এলাকায় বৃহস্পতিবার সাফল্যের দাবি শোনা যাচ্ছে৷ জুফ্রা এবং সাবহা'র প্রায় গোটা এলাকাই তাদের দখলে এসে গেছে বলে এনটিসি দাবি করছে৷ সেখানে রাসায়নিক অস্ত্রের এক ভাণ্ডারও নাকি পাওয়া গেছে৷ গাদ্দাফি স্বয়ং এতদিন সাবাহ'য় আত্মগোপন করে ছিলেন ও ঠিক সময় পালিয়ে যেতে পেরেছেন বলে যে গুজব শোনা যাচ্ছে, এনটিসি তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে৷ তাদের মতে, গাদ্দাফির আর পালানোর বেশি জায়গা অবশিষ্ট নেই৷ এদিকে বানি ওয়ালিদ এলাকার উত্তর প্রান্ত থেকে নতুন করে হামলার প্রস্তুতি চলছে৷ সির্ত থেকে দলে দলে বেসামরিক মানুষকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে৷ তারা শহরের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছে৷

Rebellen in Libyen FLASH Galerie
এনটিসি বাহিনীর অনেকেই আগে কখনো অস্ত্র ধরে নিছবি: dapd

এই সব এলাকা দখল করতে এনটিসি বাহিনী'কে বেশ বেগ পেতে হচ্ছে৷ এর দু'টো প্রধান কারণ রয়েছে৷ প্রথমত, এই তিনটি এলাকায় গাদ্দাফির অনুগামীদের অস্ত্রভাণ্ডার ও অনেক রসদ রয়েছে৷ উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত এই সব যোদ্ধাদের মোকাবিলা করা কঠিন৷ ফলে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও অনেক দিন ধরে তারা লড়াই চালিয়ে যেতে পারছে৷ দ্বিতীয়ত, এনটিসি বাহিনীর দক্ষতা নিয়ে শুরু থেকেই নানা সমস্যা ছিল৷ যোদ্ধাদের মধ্যে বেশিরভাগই আগে কখনো অস্ত্র চালায় নি৷ ফলে তাদের সাফল্য পেতে বেশ দেরি হচ্ছে৷ ভুল করে নিজেদেরই যোদ্ধাদের লক্ষ্য করে অস্ত্র চালানো বা অস্ত্র ও বিস্ফোরক নিয়ে দুর্ঘটনার ঘটনাও বিরল নয়৷ রয়টার্স'এর এক সাংবাদিক দেখেছেন, কীভাবে এক যোদ্ধা রকেট-চালিত গ্রেনেড ব্যবহার করতে গিয়ে নিজের মাথা উড়িয়ে দিয়েছে এবং আরেক যোদ্ধাও কীভাবে সেই দুর্ঘটনায় নিহত হয়েছে৷ বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও নির্দিষ্ট কাঠামো তৈরি করার চেষ্টা করলেও এখনো তেমন কোনো অগ্রগতি ঘটে নি৷

NO FLASH Libyen Jalloud Rebellen
গাদ্দাফি বাহিনীর কাছ থেকে দখল করা সামরিক সরঞ্জামছবি: dapd

ন্যাটোর অভিযানের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে৷ এর মধ্যেই এনটিসি গোটা দেশের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে পারবে বলে ন্যাটো মনে করছে৷ ফ্রান্স ও ব্রিটেন সহ অনেক দেশ এনটিসি'র সাফল্যের উপর নির্ভর করে রয়েছে৷ শুধু দেশের গোটা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নয়, বিচ্ছিন্ন যোদ্ধাদের গোষ্ঠীগুলিকেও একই কমান্ডের আওতায় আনা তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ এই কাজে ব্যর্থ হলে বিদেশি শক্তিগুলিরও মুখরক্ষা হবে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য