1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ি দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য ও আসামির মৃত্যু

২৫ অক্টোবর ২০২২

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে জামালপুরের দুই পুলিশ সদস্য ও তাদের সঙ্গে থাকা এক আসামির মৃত্যু হয়েছে৷ নারী নির্যাতন মামলার ওই আসামির ডিএনএ পরীক্ষার পর ঢাকা থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে৷

https://p.dw.com/p/4IdRi
প্রতীকী ছবিছবি: bdnews24.com

মধুপুর থানার গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷

নিহতরা হলেন- জামালপুর থানাধীন নারায়ণপুর তদন্তকেন্দ্রের কনস্টেবল মো. নুরুল ইসলাম ও মো. সোহেল রানা৷ আরেকজন নারী নির্যাতন মামলার আসামি বলে পুলিশ জানালেও তার বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি৷

নুরুল ময়মনসিংহ কোতোয়ালি থানার দাপুনিয়া গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে৷  আর সোহেল টাঙ্গাইলের ঘাটাইল থানার সিংগুরিয়া গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সোমবার সকালে জামালপুর জেলা কারাগার থেকে নারী নির্যাতন মামলার এক আসামিকে ডিএনএ টেস্ট করতে ঢাকায় নিয়ে যান কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানা৷ দায়িত্ব পালন শেষে একটি মাইক্রোবাসে করে রাত ৮টার দিকে জামালপুর ফিরছিলেন তারা৷

 ‘‘এ সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই কনস্টেবল নুরুল ইসলাম ও ওই আসামি মারা যান৷”

পরে গুরুতর অবস্থায় এসআই আজিজুল হক ও কনস্টেবল সোহেল রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সোহেলের মৃত্যু হয় বলে জানান ওসি কাজী শাহনেওয়াজ৷

নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান