গাজায় মেয়েদের জন্য বক্সিং ক্লাব
ফিলিস্তিনের গাজায় শুধু মেয়েদের জন্য একটি বক্সিং ক্লাব আছে৷ অন্তত ৪০ জন মেয়ে সেখানে বক্সিং শিখছে৷
একমাত্র সেন্টার
প্রায় ২৩ লাখ ফিলিস্তিনির এলাকা গাজায় শুধু মেয়েদের জন্য একটি বক্সিং ক্লাব রয়েছে৷ নাম প্যালেস্টাইন বক্সিং সেন্টার৷
প্রতিষ্ঠা
ওসামা আইয়ুব ছয় বছর আগে এটি প্রতিষ্ঠা করেছিলেন৷ তখন মাত্র দুজন মেয়ে ছিল৷ এখন প্রায় ৪০ জন সেখানে বক্সিং শিখছে৷ ‘‘মেয়েরা প্রস্তুত৷ গত পাঁচ বছর ধরে আমি তাদের কঠোর প্রশিক্ষণ করাচ্ছি৷ আমরা একটি উদাহরণ তৈরি করছি,’’ বলেন আইয়ুব৷
গ্যারেজ থেকে নিজস্ব ঠিকানায়
শুরুটা হয়েছিল গ্যারেজে৷ এরপর কখনও সৈকতে, কখনও ভাড়া করা ঘরে প্রশিক্ষণ দেয়া হয়েছে৷ এখন ক্লাবের নিজস্ব ঠিকানা হয়েছে৷
সুযোগ-সুবিধা
প্যালেস্টাইন বক্সিং সেন্টারে এখন পরিপূর্ণ আকারের বক্সিং রিং আছে৷ প্রশিক্ষণের জন্য উপকরণ আছে৷ আর দেয়ালে মোহাম্মদ আলী, মাইক টাইসনদের মতো বক্সিং হিরোদের ছবি ঝোলানো আছে৷
চাপ থেকে মুক্তি
১৫ বছর বয়সি ফারাহ আবু আল-কোমসান নয় বছর বয়স থেকে বক্সিং শিখছে৷ একদিকে ইসরায়েল, অন্যদিকে মিশরে ঘেরা গাজায় প্রতিদিন বন্দির মতো জীবনযাপনের চাপ ঝেড়ে ফেলতে বক্সিং সহায়তা করে বলে রয়টার্সকে জানিয়েছে সে৷
ফারাহর লক্ষ্য
সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করতে চায়৷ ‘‘অনেকে আমাকে জিজ্ঞেস করে ‘বক্সিং করে কী লাভ, যাও মেয়েদের কাজ শেখো,’’ রয়টার্সকে জানায় ফারাহ৷