1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় হামলা

১৯ নভেম্বর ২০১২

গাজায় ইসরায়েলি রকেটের আঘাতে সোমবার ১০ জন নিহত হয়েছে৷ ফলে গত ছয়দিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭’তে৷

https://p.dw.com/p/16lSA
A Palestinian man looks at a destroyed house after an Israeli air strike in Gaza City November 19, 2012. Hostilities between Islamist militants and Israel entered a sixth day on Monday as diplomatic efforts were set to intensify to try to stop rocket fire from the Gaza Strip and Israeli air strikes on Gaza. International pressure for a ceasefire seemed certain to mount after the deadliest single incident in the flare-up on Sunday claimed the lives of at least 11 Palestinian civilians, including four children. REUTERS/Mohammed Salem (GAZA - Tags: MILITARY POLITICS CONFLICT TPX IMAGES OF THE DAY)
Gaza Zerstörungenছবি: Reuters

ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও চিকিৎসা কর্মকর্তারা বলছেন, রবিবার সারা রাত ধরে রকেট হামলা হয়েছে৷ ইসরায়েলি সেনাসূত্র বলছে, তারা সারা রাতে কমপক্ষে ৮০টি স্থাপনায় আঘাতে করেছে৷ এর মধ্যে হামাসের পুলিশ সদর দপ্তরও রয়েছে৷

এদিকে, গাজা থেকে ইসরায়েল অভিমুখে চালানো রকেটগুলো ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে লক্ষ্যে পৌঁছাতে পারেনি৷

এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে৷ মিশর এতে মূল ভূমিকা পালন করছে৷

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি'র কার্যালয় বলছে, হামাস প্রধান খালেদ মেশাল ও ইসলামিক জেহাদের প্রধান আব্দুল্লাহ সালাহ'র সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট মুরসি৷

এছাড়া কয়েকজন হামাস ও ইসরায়েলি কর্মকর্তা আলোচনার জন্য মিশরে রয়েছেন৷

ফিলিস্তিনি কর্মকর্তারা সোমবারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আশা প্রকাশ করেছেন৷

Israeli soldiers prepare a tank near Israel's border with the central Gaza Strip November 19, 2012. Hostilities between Islamist militants and Israel entered a sixth day on Monday as diplomatic efforts were set to intensify to try to stop rocket fire from the Gaza Strip and Israeli air strikes on Gaza. REUTERS/Ronen Zvulun (ISRAEL - Tags: POLITICS CIVIL UNREST MILITARY TPX IMAGES OF THE DAY)
গাজায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীছবি: Reuters

যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাস গাজার উপর থেকে ইসরায়েলের অবরোধ তুলে নেয়ার দাবি জানিয়েছে বলে জানা গেছে৷ আর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগডোর লিবারমান বলেছেন, যুদ্ধবিরতির প্রধান ও একমাত্র শর্ত হচ্ছে গাজা থেকে রকেট হামলা বন্ধ করা৷

জাতিসংঘের মহাসচিব বান কি মুন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন৷ সোমবার তাঁর কায়রোয় পৌঁছার কথা রয়েছে৷ এরপর তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি এলাকা সফর করবেন৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে শিগগিরই মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন বলে তাঁর মন্ত্রণালয় সূত্রে জানা গেছে৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশ্টন মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একমাত্র দীর্ঘমেয়াদি সমাধানই পারে ঐ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে৷ তিনি সোমবার ব্রাসেলসে ইইউ পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের এক সম্মেলনে যোগ দেয়ার আগে এ কথা বলেন৷ অ্যাশ্টন বলেন, গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা অবশ্যই বন্ধ করতে হবে৷

এদিকে চীন উভয়পক্ষ বিশেষ করে ইসরায়েলকে ‘সর্বোচ্চ ধৈর্য' দেখাতে বলেছে৷

আফগান তালেবান ফিলিস্তিনিদের উপর নির্যাতনের জবাব দিতে মুসলমানদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছে৷

জেডএইচ / এসবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য