গাজায় ধ্বংসের চিত্র স্বচক্ষে দেখলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার গত পয়লা জুন গাজা সফর করেন৷ গতবছর ইসরায়েলের সঙ্গে ৫০ দিনের যুদ্ধে ২,২০০ জনের বেশি ফিলিস্তিনি, অপরদিকে ৭৩ জন ইসরায়েলি নিহত হন৷ বহু বাড়িঘর বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়৷
গাজার পুনর্নির্মাণ জোরদার করার ডাক দিলেন স্টাইনমায়ার
গাজা সিটি’তে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টাইনমায়ার গাজার অবরোধ তুলে নেওয়ার ডাক দেন - যুগপৎ ইসরায়েলের উপর রকেট নিক্ষেপ বন্ধ করার কথা বলেন৷
অতিথিকে ফুল দিয়ে অভ্যর্থনা
গাজা সিটিতে ‘আসমা প্রেপ গার্লস এঅ্যান্ডবি’ স্কুলটি নতুন করে খোলা হলো৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার৷ তিনি এ’দিন গাজার মাছ-ধরার বন্দরটিও পরিদর্শন করেন৷
সাত সপ্তাহ যুদ্ধের পরিণতি
গাজা স্ট্রিপে জাতিসংঘের চালিত স্কুলগুলিতে তিন লক্ষের বেশি উদ্বাস্তু আশ্রয় নেন – এদের অর্ধেকই ছিল শিশু৷ ২০১৪ সালের যুদ্ধে ইসরায়েল এ’ধরনের সাতটি স্কুলের উপর আক্রমণ চালায়, বলে অভিযোগ করেছে জাতিসংঘ৷
ভাঙা-গড়া
যুদ্ধের পর অক্টোবর মাসেই ফিলিস্তিনি রাজমিস্ত্রিরা ভাঙা স্কুলবাড়ি মেরামত করতে শুরু করেন৷ এর আগে জাতিসংঘ ইসরায়েল ও ফিলিস্তিনি সরকারের মধ্যে একটি আপোশের ব্যবস্থা করে, যা অনুযায়ী ইসরায়েল গাজা স্ট্রিপে বেসরকারি পুনর্নির্মাণের জন্য সিমেন্ট ইত্যাদি আমদানি করতে দেবে৷
ব্যাপক ধ্বংস
হামাস আর ইসরায়েলের যুদ্ধের পর গাজা সিটির পূর্বাঞ্চলের এই ছিল দৃশ্য৷ ২০১৪’র অক্টোবর মাসের ছবি৷ মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তখন কায়রোয় গাজা স্ট্রিপের পুনর্নির্মাণ সংক্রান্ত সম্মেলনের উদ্বোধন করছেন৷
যুদ্ধের মূল্য
ফিলিস্তিনি শিশু গাজায় তাদের বাড়ির ধ্বংস্তূপে৷ মন্তব্য নিষ্প্রয়োজন৷
এপাশে রকেট, ওপাশে রকেট
ফিলিস্তিনি আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা গত ১৪ই ডিসেম্বর হামাস সংগঠনের প্রতিষ্ঠার সাতাশ’তম বার্ষিকী উপলক্ষ্যে কুচকাওয়াজ করছে৷ সঙ্গে প্রদর্শিত হচ্ছে হাতে-তৈরি কাসাম রকেট, যা বারংবার ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়েছে৷