গাজায় চকলেট পোড়ানোর ভিডিও!
১৩ মার্চ ২০১৮ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাজায় পুড়িয়ে ফেলা হচ্ছে স্নিকার্স-এর একের পর এক কার্টন৷ এ সব চকলেটে প্লাস্টিকের অস্তিত্ব রয়েছে বলে পুড়িয়ে ফেলা হচ্ছে বলেও এতে জানানো হয়েছে৷
প্রসঙ্গত, স্নিকার্স চকলেটে প্লাস্টিক মেশার একটি ঘটনা ঘটেছিল ২০১৬ সালে৷ তখন কোম্পানিটির নেদারল্যান্ডসের উৎপাদন কেন্দ্রে চকলেটের মধ্যে প্লাস্টিক ঢুকে যাওয়ার একটি ঘটনা ঘটলে মার্কিন কোম্পানি মার্স সেই কারখানায় উৎপাদিত চকলেট বাজার থেকে তুলে নেয়৷ সেসময় অবশ্য মার্স নিশ্চিত করেছিল যে, নেদারল্যান্ডসে উৎপাদিত স্নিকার্স মধ্যপ্রাচ্যের বাজারে ছাড়া হয়নি৷ ফলে উদ্বেগের কিছু নেই৷
তারপরও অবশ্য গাজায় স্নিকার্স পোড়ানো হয়েছিল৷ কিন্তু সেই ভিডিও এখন নতুন করে শেয়ার করে চকলেটটি সম্পর্কে জনমনে নতুন করে ভিতি সঞ্চারের চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷ বর্তমানে মার্স বা স্নিকার্সের চকলেটে প্লাস্টিকের মেশার কোনো ঘটনা জানা যায়নি৷
এআই/ডিজি