মধ্যপ্রাচ্য সংকট
১১ নভেম্বর ২০১২এদিকে, জাতিসংঘে পর্যবেক্ষক হিসেবে মর্যাদার জন্য চলতি মাসেই আবেদন করবে ফিলিস্তিনিরা৷
ফিলিস্তিনি চরমপন্থীরা ইসরায়েলি টহল সেনা দলের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রেক্ষিতে গাজায় গোলা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা৷ ফিলিস্তিনিদের হামলায় চার ইসরায়েলি সৈন্য আহত হয়৷ অন্যদিকে, ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি বেসামরিক মানুষ এবং দুই জন চরমপন্থী নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সাফা৷
ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সাম্প্রতিক এই সংঘাতের সূত্রপাত শনিবার সন্ধ্যা থেকে৷ পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন পিএফএলপি গাজা নগরীর পূর্বাঞ্চলে কার্নির কাছে ইসরায়েলি সেনা বহর লক্ষ্য করে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এর দায়িত্ব স্বীকার করে৷ এই হামলায় চার সৈন্য আহত হয়৷ আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি সেনা সূত্র৷
এই হামলার জবাবে ইসরায়েলি সেনারা গাজা নগরীর পূর্বাঞ্চলে সাতটি স্থান লক্ষ্য করে গোলা হামলা চালায়৷ এতে চারজন বেসামরিক মানুষ এবং দুই জন চরমপন্থী নিহত হয়েছে৷ আহত হয়েছে অন্তত ৩২ জন, বলে জানিয়েছেন গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা৷
এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক এবং চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল বেনি গানৎস এর সাথে জরুরি বৈঠক করেছেন৷ এছাড়া নেতানিয়াহু মন্ত্রিসভায় বলেছেন, ‘‘বিশ্বের জানা দরকার যে, হামলার শিকার হলে ইসরায়েল বুকে হাত বেঁধে বসে থাকে না৷ তাছাড়া আমরা হামলার কঠোরতর জবাব দিতে প্রস্তুত রয়েছি৷''
এদিকে, আজ ১১ই নভেম্বর ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করছে ফিলিস্তিনিরা৷ এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘‘আমরা ২০১৩ কিংবা ২০১৪ সালের নয়, বরং ২০১২ সালের নভেম্বর মাসে জাতিসংঘে যাচ্ছি৷'' জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধিরা মাত্র কয়েকদিন আগেই তাদের পরিকল্পনা প্রকাশ করেছে যে, তারা সাধারণ পরিষদে পর্যবেক্ষক মর্যাদার জন্য আবেদন জমা দেবে৷ এছাড়া তারা ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাবে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার জন্য গত বছর জমা দেওয়া মাহমুদ আব্বাসের আবেদনপত্র ‘ইতিবাচকভাবে বিবেচনার'৷
উল্লেখ্য, ফিলিস্তিনিরা গত বছরও নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য চেষ্টা করছিল৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে৷ তাই এ বছর ফিলিস্তিনিরা বলছেন, তারা সাধারণ পরিষদে বর্ধিত মর্যাদার জন্য আবেদন করবেন এবং এক্ষেত্রে কোন একক সদস্য বাধা হয়ে দাঁড়াবে না৷ কারণ সেখানে তারা যথেষ্ট হারে সমর্থন পাবে৷
এএইচ / জেডএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স)