গাজায় আবার ইসরায়েলের বিমান হামলা
১৩ ফেব্রুয়ারি ২০২৩ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হামাস রকেট তৈরি করার জন্য ব্যবহার করে এমন একটি ভূগর্ভস্থ স্থানে তারা হামলা চালিয়েছে৷
শনিবার গাজা উপত্যকা থেকে ছোঁড়া একটি রকেট ভূপাতিত করার পর ইসরায়েল এই বিমান হামলা চালালো৷ তবে রকেট ছোঁড়ার দায় কোনো ফিলিস্তিনি পক্ষ এখনো স্বীকার করেনি৷
এদিকে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের আরেকটি ফিলিস্তিনি অঞ্চল নাবলুসের একটি বাড়ি ঘিরে ফেলার পর সেখানে গোলাগুলি হয়৷ এতে কয়েকজন হতাহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে৷
নাবলুস ও নিকটবর্তী জেনিনভিত্তিক ফিলিস্তিনি বন্দুকধারী দল ‘দ্য ডেন অফ লায়ন্স’ বলেছে যে, তারা সেনাবাহিনীর একটি ইউনিটে হামলা চালিয়েছে৷ তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি৷
গত এক বছর ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল দ্য ডেন অফ লায়ন্স৷
চলতি বছরে এ পর্যন্ত অন্তত ৪২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল৷ অন্যদিকে, ইসরায়েলে নিহত হয়েছে ১০ জন৷
একেএ/এসিবি (রয়টার্স)