গাজার সৈকতে বক্সিং শিখছে কিশোরীরা
২৫ মে ২০২০এই সময় পথচারীদের অনেককে আগ্রহ নিয়ে ট্রেনিং দেখতে দেখা যায়৷ কেউ আবার তাঁদের মেয়েদেরও এমন প্রশিক্ষণে পাঠানোর আগ্রহ দেখান৷
কিশোরীদের কোচ ওসামা আইয়ুব মনে করছেন, প্রকাশ্য়ে ট্রেনিং করার কারণে আরও মেয়ে বক্সিংয়ে আসতে পারে৷ ‘‘আমাদের পাশ দিয়ে হেঁটে যাওয়া কয়েকটি পরিবার আমাদের পরিকল্পনাটা পছন্দ করেছে৷ তাঁরা জানতে চেয়েছেন তাঁরাও তাঁদের মেয়েদের পাঠাতে পারেন কিনা,'' বলে জানান তিনি৷
গাজার ২০ লাখ জনসংখ্য়ার অর্ধেকই মেয়ে৷ তবে সাধারণত ছেলেরাই বক্সিং করে থাকে৷
সৈকতে প্রশিক্ষণ নিয়ে খুশি ১৫ বছরের মালেক মেসলে৷ সে বলছে, ‘‘আমরা ক্লাব থেকে বের হয়ে এসেছি৷ কারণ ওটা একটা বদ্ধ জায়গা৷ সেখানে যদি ভাইরাস থেকে থাকে তাহলে সহজেই তা ছড়িয়ে পড়তে পারে৷''
গাজায় এখন পর্যন্ত ৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে৷ কেউ মারা যাননি৷ করোনার কারণে স্কুল, বিয়ের কনভেনশন সেন্টার, জিম এগুলো বন্ধ থাকলেও লকডাউন ঘোষণা করা হয়নি৷ গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস বলছে, লকডাউনের দরকার নেই৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)