1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজার সৈকতে বক্সিং শিখছে কিশোরীরা

২৫ মে ২০২০

এক ডজনের বেশি কিশোরীকে গত সপ্তাহে গাজার উপকূলে বক্সিং ট্রেনিং করতে দেখা গেছে৷ করোনার কারণে তাদের ক্লাব বন্ধ থাকায় প্রকাশ্য়ে প্রশিক্ষণ নিচ্ছে তারা৷

https://p.dw.com/p/3cjFF
প্রতীকী ছবিছবি: Getty Images

এই সময় পথচারীদের অনেককে আগ্রহ নিয়ে ট্রেনিং দেখতে দেখা যায়৷ কেউ আবার তাঁদের মেয়েদেরও এমন প্রশিক্ষণে পাঠানোর আগ্রহ দেখান৷

কিশোরীদের কোচ ওসামা আইয়ুব মনে করছেন, প্রকাশ্য়ে ট্রেনিং করার কারণে আরও মেয়ে বক্সিংয়ে আসতে পারে৷ ‘‘আমাদের পাশ দিয়ে হেঁটে যাওয়া কয়েকটি পরিবার আমাদের পরিকল্পনাটা পছন্দ করেছে৷ তাঁরা জানতে চেয়েছেন তাঁরাও তাঁদের মেয়েদের পাঠাতে পারেন কিনা,'' বলে জানান তিনি৷

গাজার ২০ লাখ জনসংখ্য়ার অর্ধেকই মেয়ে৷ তবে সাধারণত ছেলেরাই বক্সিং করে থাকে৷

সৈকতে প্রশিক্ষণ নিয়ে খুশি ১৫ বছরের মালেক মেসলে৷ সে বলছে, ‘‘আমরা ক্লাব থেকে বের হয়ে এসেছি৷ কারণ ওটা একটা বদ্ধ জায়গা৷ সেখানে যদি ভাইরাস থেকে থাকে তাহলে সহজেই তা ছড়িয়ে পড়তে পারে৷''

গাজায় এখন পর্যন্ত ৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে৷ কেউ মারা যাননি৷ করোনার কারণে স্কুল, বিয়ের কনভেনশন সেন্টার, জিম এগুলো বন্ধ থাকলেও লকডাউন ঘোষণা করা হয়নি৷ গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস বলছে, লকডাউনের দরকার নেই৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)