গাজার গোপন সুড়ঙ্গ ধ্বংসের ঘোষণা ইসরায়েলের
১৫ জানুয়ারি ২০১৮সুড়ঙ্গগুলি দিয়ে প্রধানত গাজা স্ট্রিপে পণ্য সরবরাহ করা হয়ে থাকে৷ তবে অনেক সময় আবার ইসরায়েলি রাজ্যাঞ্চলের উপর আক্রমণও চালানো হয়৷ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারমান সুড়ঙ্গগুলিকে ধ্বংস করা নিরাপত্তা নীতির ‘অত্যাবশ্যক উপাদান' বলে অভিহিত করেছেন৷
লিবারমান রবিবার বলেন, ‘‘২০১৮ সালের মধ্যে আমরা হামাসের সব আক্রমণের সুড়ঙ্গ নির্মূল করব... হয়তো তার আগেই তা করতে পারব, কিন্তু লক্ষ্য হবে, এ বছর শেষ হওয়ার আগে সব ক'টি (সুড়ঙ্গ) ধ্বংস করা'' ৷
‘‘আক্রণাত্মক সুড়ঙ্গগুলির জাল বিনষ্ট করা হামাসের কৌশলগত ক্ষমতা ক্রমাগত হ্রাস করার নীতির একটি অত্যাবশ্যক উপাদান,'' বলে লিবারমান ঘোষণা করেন৷
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রবিবার জানায় যে, ইসরায়েলের উপর আক্রমণের জন্য হামাসের খোঁড়া একটি আন্তঃ-সীমান্ত সুড়ঙ্গ আইডিএফ-এর অভিযানে ধ্বংস হয়েছে৷ আইডিএফ মুখপাত্র জোনাথান কনরিকাস জানান যে, শনিবার ইসরায়েলি বিমানবাহিনী ‘সন্ত্রাস সুড়ঙ্গ'-টির গাজা প্রান্তের উপর আক্রমণ চালায়৷
‘ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘণ'
টুইটে আইডিএফ লিখেছে, এই সুড়ঙ্গগুলি নির্মাণ ও ব্যবহারের জন্য আইডিএফ হামাসকেই দায়ী মনে করে৷
সুড়ঙ্গ নির্মাণকে ‘‘গুরুতরতরভাবে ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘণ''-এর সঙ্গে তুলনা করে আইডিএফ বিবৃতিতে আরো বলেছে, ‘‘হামাস এর পরিণামের জন্য দায়ী'' এবং হামাস ‘‘বারংবার গাজার নাগরিকদের বিপদ ডেকে আনছে৷''
গাজা থেকে মিশর ও ইসরায়েলের দিকে যেসব সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছে, তার অধিকাংশ গাজা স্ট্রিপে চোরাচালানের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যার পটভূমিতে রয়েছে গাজা স্ট্রিপের উপর ইসরায়েলের অবরোধ৷ অপরদিকে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলি একাধিকবার এই সব সুড়ঙ্গ থেকে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছে, বিশেষ করে ২০১৪ সালের সংঘাতে৷
উত্তেজনা বাড়ছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতমাসে একতরফাভাবে সিদ্ধান্তে নেন যে, জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে৷ তারপর থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে৷
জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের তরফ থেকে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে বলা হয় যে, এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে বহু দশকব্যাপী সংঘাতের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা দূরাহত হচ্ছে৷
কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা পরিষদের সদস্য ইওয়াভ গালান্ট বলেছেন যে, ইসরায়েল ‘‘হামাসের সঙ্গে মুখোমুখি দ্বন্দ্ব কামনা করে না৷''
হামাস বর্তমানে গাজা স্ট্রিপ নিয়ন্ত্রণ করে৷ তারা ফিলিস্তিনি রাজ্যাঞ্চল থেকে উগ্রপন্থি জঙ্গি গোষ্ঠীগুলির কার্যকলাপ বরদাস্ত করে থাকে বলে ইতিপূর্বেও অভিযোগ শোনা গেছে৷
এসি/এসিবি (রয়টার্স, এএফপি)