গাজার বাস্তুচ্যুতদের কবরস্থানে আশ্রয়
জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনী৷ বাধ্য হয়ে কবরস্থানে আশ্রয় নিচ্ছেন তাদের অনেকেই৷
নিহত ৪০ হাজারের বেশি
জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়৷ এই যুদ্ধে হাজার হাজার মানুষ ভিটেহারা হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন৷
আশ্রয় কবরস্থানে
ইসরায়েলের হামলায় বাড়ি-ঘর হারিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনী৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা এই মানুষগুলোর অনেকেই গাজার একটি কবরস্থানে আশ্রয় নিয়েছেন৷
অস্থায়ী তাঁবু
গাজার এই কবরস্থানটিতে তাঁবু গেড়ে আশ্রয় নিতে দেখা গেছে ফিলিস্তিনীদেরকে৷ বার্তা সংস্থা রংটার্স জানিয়েছে এমন তথ্য৷ তবে এই কবরস্থানটিতে ঠিক কতজন আশ্রয় নিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷
উদ্বেগ-উৎকণ্ঠা
পলিথিন দিয়ে মোড়ানো এই তাঁবুতে একটি শিশুকে নিয়ে বসে আছেন এক নারী৷ খাবারের অভাব, চিকিৎসার সংকট, নেই সুপেয় পানি৷ সব মিলিয়ে এক অনিশ্চিত যাত্রা তাদের৷
খাবার পানির সন্ধান?
ছোট ছোট তাঁবু গেড়ে এভাবেই কবরস্থানটিতে আশ্রয় নিয়েছেন ভিটেহারা অনেকে৷ ছবিতে দেখা যাচ্ছে, সেখানে অবস্থান নেওয়া এক নারী হাতে কয়েকটি প্লাস্টিকের বোতল নিয়ে এগিয়ে যাচ্ছেন৷ হয়ত খাবার পানি সংগ্রহের চেষ্টা করছেন তিনি৷