গাজার পাশে জার্মানির ইসরায়েলি ও ফিলিস্তিনিরা
ফিলিস্তিনের গাজায় স্যানিটেশন ও আশ্রয়কেন্দ্রের মতো জরুরি সেবা দিতে জার্মানিতে ইসরায়েলি-ফিলিস্তিনিদের একটি দল উদ্যোগ নিয়েছেন৷
‘ক্লিন শেল্টার’ প্রকল্প
জার্মানিতে কয়েকজন ইসরায়েলি ও ফিলিস্তিনি তরুণ ২০২৪ সালের জানুয়ারিতে ‘ক্লিন শেল্টার’ প্রকল্প শুরু করেছেন৷ তারা গাজায় ঘরহীন মানুষদের আশ্রয় ও স্যানিটেশনের মতো জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন৷
সেবা-টমের উদ্যোগ
ফিলিস্তিনের গাজা থেকে আসা নারী সেবা আবু দাকা ও ইসরায়েলের হাইফা থেকে আসা নারী টম কেলনার জার্মানিতে এই উদ্যোগ শুরু করেন৷ তারা গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরের আশ্রয় নেয়াদের সাহায্যে বিভিন্ন নেটওয়ার্ক থেকে অর্থ জোগাড় করেছেন৷
২৮টি টয়লেট, ৩০টি তাঁবু
২০২৪ সালের মার্চের মাঝামাঝি পর্যন্ত তারা মাওয়াসি শরণার্থী কেন্দ্রে ২৮টি টয়লেট ও ৩০টি তাঁবু বসিয়েছেন৷ টয়লেটগুলো শরণার্থী কেন্দ্রে প্রচণ্ড ভিড়ের মাঝে কিছুটা হলেও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করছে৷
আলোচনা প্রকল্প থেকে শুরু
মূল প্রকল্পটি ইউরোপে একটি আলোচনা প্রকল্প থেকে শুরু হয়েছে৷ স্লিমান হালাবি নামের এক ইসরায়েলি নাগরিক (যিনি আসলে ফিলিস্তিনি) উভয় সমাজের লোকজনের মাঝে একটা আলোচনা শুরু করেন৷
সংঘাত থেকে মুক্তি
এই প্রকল্পের এখনকার লক্ষ্য হলো একেবারে তৃণমূল পর্যায়ের মানুষকে যুক্ত করা এবং সংঘাত থেকে মুক্তির জন্য কাজ করা৷