1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

গাজা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণ

৭ এপ্রিল ২০২৩

একইসঙ্গে গাজা এবং লেবাননে হামলা চালালো ইসরায়েল। এর আগে লেবাননের রকেট মাঝ আকাশে ধ্বংস করেছিল ইসরায়েল।

https://p.dw.com/p/4Po7j
ইসরায়েল
ছবি: Fadi Amun/REUTERS

ইসরায়েলের সেনা স্থানীয় সময় ভোর ৪টে ৭ মিনিটে ঘোষণা দিয়েছে যে তারা লেবাননে রকেট হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এর আগে লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়েছিল। তারই জবাবে পাল্টা আক্রমণ করা হয়েছে।লেবাননের সরকারি টেলিভিশন জানিয়েছে, দক্ষিণের বন্দর শহর টায়াহ-তে একটি উদ্বাস্তু ক্যাম্পের সামনে বিস্ফোরণ হয়েছে। হতাহতের এখনো কোনো খবর পাওয়া যায়নি।

একইসঙ্গে গাজাতেও আক্রমণ চালিয়েছে ইসরায়েল। চলতি সপ্তাহে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। গাজার বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় লড়াই হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর। কারণ এই সপ্তাহেই পূর্ব জেরুসালেমের আল আকসা মসজিদে হামলা চালিয়েছিল ইসরায়েল। যা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

ইসরায়েলিদের জন্য আগ্নেয়াস্ত্র কেনা সহজ হচ্ছে

এদিন লেবাননে রকেট ছোঁড়ার অনেক আগে থেকেই গাজা স্ট্রিপে একের পর এক রকেট ছুঁড়তে শুরু করে ইসরায়েল। বৃহস্পতিবারই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, যারা ইসরায়েলে আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছে, তাদের কড়া জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই ইসরায়েল রকেট আক্রমণ শুরু করে। এর অনেক পরে লেবাননে আক্রমণ করা হয়।

বৃহস্পতিবার ইসরায়েল জানিয়েছিল, লেবানন থেকে মোট ৩৪টি রকেট ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। এর মধ্যে ২৫টিকে ধ্বংস করা সম্ভব হয়েছে। চারটি রকেট ইসরায়েলে বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এরপরেই ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানানো হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, বেসামরিক মানুষ নন, তাদের আক্রমণের মূল লক্ষ্য হামাস। তাদের ঘাঁটি লক্ষ্য করেই আক্রমণ চালানো হচ্ছে।

এসজি/জিএইচ (রয়টার্স, আল জাজিরা)