1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজ্ঞান প্রযুক্তি

১৪ জুলাই ২০১২

ইয়োসেফ ভিন্টিয়েন্স৷ পশ্চিম জার্মানির এক কৃষক৷ গবাদিপশু পালনের উপর উচ্চতর শিক্ষা নিয়েছেন৷ এরপর থেকে বাবার গবাদিপশুর খামারের দেখাশুনা করছেন তিনি৷

https://p.dw.com/p/15Xj5
Hannes Strobl, Stefan Endress und Markus Scheidle, links nach rechts, hueten am Freitag, 11. September 2009, waehrend des traditionellen Viehscheid Kuehe, die in die Ortschaft Bad Hindelang im Allgaeu, Bayern, getrieben werden. Knapp 34.000 Tiere werden in den kommenden Tagen und Wochen von den Almen der bayerischen Berge zurueck in die Taeler geholt. (ddp images/AP Photo/Christof Stache) --- Hannes Strobl, Stefan Endress and Makus Scheidle, left to right, tend cows during a break of the traditional cattle drive near the village Bad Hindelang, southern Germany, on Friday, Sept. 11, 2009. More than 34.000 animals are brought down from the Bavarian mountain pastures to the valleys in the coming days and weeks. (ddp images/AP Photo/Christof Stache)
ছবি: AP

ভিন্টিয়েন্সের সবচেয়ে পছন্দের গরুটির নাম পেরি৷ সে দেখতে এতই সুন্দর যে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের সুন্দরী প্রতিযোগিতায় সে বেশ কয়েকটি পুরস্কারও জিতেছে৷

এই পেরির গলায় দুটো সেন্সর লাগানো রয়েছে৷ এর একটির কাজ হচ্ছে খাবার পরিমাপ করা৷ অর্থাৎ পেরি যদি তার জন্য নির্ধারিত খাবার খেয়ে ফেলে তাহলে ঐ সেন্সরটি স্বয়ংক্রিয়ভাবে বেজে উঠে৷ এর ফলে ভিন্টিয়েন্স বুঝতে পারেন যে পেরির খাওয়া শেষ৷ এভাবে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খাবার খেয়ে থাকে পেরি৷ এতে করে খাবার নষ্ট হয় না বলে জানান ভিন্টিয়েন্স৷

আর দ্বিতীয় সেন্সরটির নাম ‘সেক্স সেন্সর'৷ এর কাজ হচ্ছে পেরি কখন ‘কনসিভ' বা বাচ্চা ধারণের জন্য প্রস্তুত সেটা জানিয়ে দেয়া৷ ভিন্টিয়েন্স বলেন, গরু কখন বাচ্চা ধারণের পর্যায়ে যাচ্ছে কিছু লক্ষণ দেখে সেটা বোঝা যায়৷ সেজন্য অপেক্ষা করে থাকতে হয়৷ কিন্তু কারও যদি অনেকগুলো গরু থাকে তাহলে তার পক্ষে সবার দিকে নজর রাখা সম্ভব নয়৷ সেক্ষেত্রে সেক্স সেন্সরকে কাজে লাগানো যেতে পারে৷

ভিন্টিয়েন্স বলেন, পেরি যখন বাচ্চা ধারণের জন্য প্রস্তুত হয় তখন সেন্সরটি কম্পিউটারে একটা সংকেত পাঠিয়ে থাকে৷ এতে তিনি পেরির অবস্থা বুঝতে পারেন৷ তারপর তিনি নিজেই পশুর জমিয়ে রাখা শুক্রাণু পেরির গর্ভে স্থাপন করে দেন৷ আর এভাবেই তিনি পেরির বাচ্চা উৎপাদন করে থাকেন৷ ক্যানাডা থেকে আগত এসব শুক্রাণুর একেক ফোঁটার দাম প্রায় ২০০ ইউরো, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় বিশ হাজার টাকা৷

ভিন্টিয়েন্স বলেন, ২০টি সেক্স সেন্সর কেনার জন্য তিনি সাড়ে ছয় হাজার ইউরো বা প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করেছেন৷ এ হিসেবে একেকটি সেন্সরের দাম পড়ছে প্রায় তেত্রিশ হাজার টাকা৷

উল্লেখ্য, জার্মানিতে এভাবে কৃত্রিম উপায়ে গরুর ছানা উৎপাদন বেশ প্রচলিত একটা ব্যাপার৷ এবং এজন্য অনেক ক্ষেত্রেই সেন্সর ব্যবহার করা হয়ে থাকে৷

প্রতিবেদন: নাওমি কনরাড / জেডএইচ
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য