শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেট
১৪ আগস্ট ২০১৩ভিলহেল্ম স্টর্ক, জার্মানির কার্লসরুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি কেআইটি-এর একজন প্রকৌশলী৷ গরমের দিনে এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রমের পর শরীরকে শীতল রাখার জন্য এক অভিনব জ্যাকেট আবিষ্কার করেছেন, যার ওজন মাত্র ২০০ গ্রাম৷ নাম ক্লিমাজ্যাক৷
একটি হাত ঘড়ির সাথে ছোট্ট একটি কম্পিউটার স্থাপন করা হবে৷ আর এর সংযোগ থাকবে জ্যাকেটের ভেতরকার কয়েকটি ধাতব নলের সাথে৷ জ্যাকেটের সামনে ও পেছনে থাকবে দুটো ছোট ফ্যান, এগুলো চালিত হবে কম্পিউটারের সাহায্যে৷ গরম বা পরিশ্রমের কারণে শরীর ঘেমে গেলে এই ফ্যানগুলো সেই ঘাম শুকিয়ে ফেলবে, আর ঐ ঠান্ডা বাতাসকে নলগুলো পুরো শরীরে ছড়িয়ে দেবে৷ এমনকি স্টর্ক সেন্সরসহ একটি চেস্ট-স্ট্র্যাপ আবিষ্কারের চেষ্টা করছেন, যার ফলে শ্বাস-প্রশ্বাস, হৃদযন্ত্রের ক্রিয়া এবং শারীরিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পারবে৷
তবে, ফ্যানগুলো কাজ করার সময় যে শব্দ হয়, সেটাকে কমানোর কাজ করে যাচ্ছেন স্টর্ক৷
একটি ঘরকে শীতল করতে যেখানে ২ কিলো ওয়াটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের প্রয়োজন হয়, সেখানে ক্লিমাজ্যাক তৈরি করতে প্রয়োজন মাত্র ২ ওয়াট বিদ্যুতের এবং এটি পরিবেশবান্ধবও৷
গরমের দিনে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা নিজেদের শীতল রাখতে বুলেটপ্রুফ জ্যাকেটের নীচে এই জ্যাকেটটি ব্যবহার করতে পারবেন৷ এ কারণে জার্মানির শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় ক্লিমাজ্যাকের জন্য কয়েক লাখ ইউরো খরচ করতে রাজি হয়েছে৷ মন্ত্রণালয়ের আরেকটি লক্ষ্য হৃদরোগীরা, গরমে যাদের হৃদরোগের সমস্যা বেড়ে যায়৷ এই জ্যাকেটের ফলে তাদের সমস্যা অনেকটা কমে যাবে বলে আশা করছেন তাঁরা৷
তবে কবে নাগাদ জ্যাকেটটি বাজারে আসছে এবং এর দাম কেমন হতে পারে তা এখনও বলতে পারছেন না স্টর্ক৷
এপিবি / এসবি (ডিপিএ)