গরমের ছুটির ঘোরাঘুরিতে এবার শত ঝামেলার ইউরোপ
বিমানবন্দরে কর্মী সংকট, পর্যটন এলাকার আশেপাশে দাবানল, প্রচণ্ড খরা - সবমিলিয়ে এবার ইউরোপে গ্রীষ্মের ছুটিতে ঘোরাঘুরিটা খুব একটা সুখকর ছিল না৷
ভিড় ও বিলম্ব
যাত্রীদের কাছে রেলযাত্রা আরও আকর্ষণীয় করতে এবং সেই সঙ্গে মূল্যস্ফীতির চাপ থেকে নাগরিকদের কিছুটা রেহাই দিতে জার্মান সরকার ৯ ইউরোর টিকিট চালু করেছিল৷ এই টিকিট দিয়ে যাত্রীরা জুন, জুলাই ও আগস্ট মাসে পুরো জার্মানিতে বাস, ট্রাম ও ট্রেনে চড়ার সুযোগ পেয়েছেন৷ সে কারণে গণপরিবহনগুলোতে যাত্রীদের অনেক ভিড় ছিল৷ বিলম্বও হয়েছে অনেক৷
বিমানবন্দরে বিশৃঙ্খলতা
করোনার সময় কর্মী ছাঁটাই করায় বিমান সংস্থা ও বিমানবন্দরে কর্মী সংকট ছিল৷ সে কারণে ইউরোপে গ্রীষ্মের ছুটি শুরুর পর ঘোরাঘুরির মৌসুম শুরু হলে বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল৷ নিরাপত্তা চেকপয়েন্টগুলোতে কর্মী সংকট থাকায় লাইন অনেক দীর্ঘ থাকত৷ ফলে যাত্রীদের বেশ কয়েকঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে৷
অপ্রস্তুত সৈকত
করোনার কারণে দুই বছর পর এবার ছুটি কাটাতে যাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি ছিল৷ কিন্তু সেই তুলনায় সৈকতগুলোর প্রস্ত্তি খুব একটা ভাল ছিল না৷ তাই পর্যটকরা সমস্যায় পড়েছেন৷
দাবানল
গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে ইউরোপের অনেক বনে দাবানল ছড়িয়ে পড়েছিল৷ যেমন ছবিতে ফ্রান্সের পিলা সুর ম্যার সৈকতে পর্যটকদের দেখা যাচ্ছে৷ আর দূরে আকাশে কাল ধোঁয়া দেখতে পাচ্ছেন যেটা পাশের বনের দাবানল থেকে এসেছে৷
খরা
এবারের গ্রীষ্মে ইউরোপের কিছু এলাকায় প্রচণ্ড খরার কারণে নদীর পানি অনেক কমে গিয়েছিল৷ যেমন ছবিতে ফ্রান্সের লাক ডে সাঁন্ট-ক্রোয়া জলাধার দেখা যাচ্ছে৷ মনে হচ্ছে যেন পানির তুলনায় নৌকার সংখ্যা বেশি৷