গত সপ্তাহের আকর্ষণীয় কিছু ছবি
কাশ্মীরের মসজিদে দেখানো হয়েছে মহানবি (সা.)-র পবিত্র দাড়ির কিছু অংশ৷ এই ছবিঘরে এর বাইরেও আছে কিউবা’র অভিবাসী কাঁকড়া থেকে ইংল্যান্ডের গোথসসহ গত সপ্তাহের আরও কিছু চমকপ্রদ ছবি৷ দেখুন....
হাঙ্গেরিতে পশু চারণ মৌসুমকে স্বাগত জানানো
হাঙ্গেরির হরটোবাগিতে পশু চারণ ক্ষেত্রে নতুন ঘাস গজানোকে উপলক্ষ্য করে একটি উৎসব হয়৷ সেই উৎসবে দেখা মেলে রাকা ভেড়াদের৷ ভিন্ন ধরনের শিংয়ের জন্য এরা বেশি পরিচিত৷ শিংগুলো ২ ফুট পর্যন্ত লম্বা হয়৷
কিউবার পিগস সমুদ্র সৈকতে কাঁকড়াদের আগ্রাসন
কিউবার প্লায়া গিরন সমুদ্র সৈকতে শত শত কাঁকড়ার মাঝে একটি ভিনটেজ গাড়ি চালাচ্ছেন এক ব্যক্তি৷ কিন্তু এত কাঁকড়া দেখে তিনি হতবাক! কারো রঙ লাল, কোনোটার হলুদ বা কালো রঙয়ের কাঁকড়াগুলো জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে হাঁটা দিয়েছে৷ ফলে সৈকতের রাস্তায় তৈরি হয়েছে ‘কাঁকড়া জট’৷
ওয়াশিংটন থেকে লাখো আলোকবর্ষ দূরে
ওয়াশিংটন এর হার্শহর্ন জাদুঘরে এই প্রদর্শনীটি জাপানি শিল্পী ইয়েওই কুসামা’র৷ এক ব্যক্তি এই প্রদর্শনীটি দেখছেন, যেটির নাম ‘ইনফিনিটি মিররড রুম-দ্য সৌলস অফ আ মিলিয়ন লাইট ইয়ার্স অ্যাওয়ে’৷
চীনের তাই চি
বেইজিংয়ে একটি পর্যটন কেন্দ্রের উচু একটি সেতুর উপর দাঁড়িয়ে মার্শাল আর্ট ‘তাই চি’ অনুশীলন করছেন কিছু মানুষ৷
তুরস্কে বাড়ি ফেরার জন্য বিপজ্জনক সফর
তুরস্কের বর্তমান পরিস্থিতির ছবি এটি, যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে৷ কৃষ্ণসাগরের কাছে রিজ শহরে নারীরা পুরোনো দিনের এরিয়াল লিফটে চড়ে এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছেন৷ ভূমি থেকে ১০০ মিটার উচুঁ এই পথ বেছে নিয়েছেন তারা বাড়িতে যাওয়ার জন্য, কেননা বিকল্প কোনো পথ নেই৷
গাজায় মৌ-চাষ
ফিলিস্তিনের গাজার দক্ষিণে রাফায় একটি খামারে মৌ চাষীরা মধু সংগ্রহ করছেন৷ এখানে সাড়ে চারশ’ মৌমাছির মাধ্যমে প্রতি বছর ৪ হাজার কেজি মধু উৎপাদন হয়, এই মধু কেবল গাজায় বিক্রি হয়৷
নর্থ ইয়র্কশায়ারে গথদের পদযাত্রা
কেবল যুক্তরাজ্য নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে গথ এবং বিকল্প জীবনযাত্রা’র যারা ভক্ত সেই সময় মানুষ দ্বি-বার্ষিক এ অনুষ্ঠানে যোগ দেয়৷ সপ্তাহান্ত জুড়ে নাচ, গান আর কেনাকাটা চলে, যার নাম ‘হুইটবি গথ উইকএন্ড’৷
ফ্রান্সের আঙুর ক্ষেতে তুষারের হানা
আঙুর চাষী বা ওয়াইন উৎপাদনকারী এবং কর্মীরা ভোরবেলায় আলো জ্বালিয়ে আঙুর গাছে যে বরফ পড়েছে তা গলানোর চেষ্টা করছেন৷ এই ছবিটি দেখে ‘ওয়াক ইন দ্য ক্লাউডস’ চলচ্চিত্রটির কথা মনে পড়ে যায়৷ এপ্রিলের হঠাৎ ঠাণ্ডায় আঙুর গাছের ভয়াবহ ক্ষতি হতে পারে, যা কৃষকদের উদ্বেগের বিষয়৷
কাশ্মীরে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর দাড়ির প্রদর্শন
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের ছবি এটি৷ গত সপ্তাহে মুসলমানদের পবিত্র উৎসব মেহরাজ-উ-আলম নারীরা প্রার্থনা করছেন মসজিদের সামনে৷ সেখানে মসজিদের ইমাম দাড়ির কিছু চুল প্রদর্শন করেন৷ তাদের বিশ্বাস এগুলো মহানবির দাড়ির অংশ৷