লোকপাল বিল পাশ
২৮ ডিসেম্বর ২০১১তবে পাশ হয়নি সংবিধান সংশোধনী বিল সরকার পক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায়৷ ফলে লোকপাল সাংবিধানিক বৈধতা পাচ্ছেনা৷ উল্লেখ্য, দুর্নীতির ঘটনা যাঁরা ফাঁস করবেন তাঁদের সুরক্ষার জন্য অবশ্য পাশ করা হয়েছে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন বিল৷
লোকপাল বিলে আজ সই করেন রাষ্ট্রপতি৷ আলোচনার জন্য বিলটি এবার পেশ করা হবে উচ্চকক্ষ রাজ্যসভায়৷ আলোচনা শেষে ভোটাভুটি হবে আগামীকাল৷ এখানেই লোকপাল বিলের ভবিষ্যৎ আটকে যাবার সম্ভাবনা৷ কারণ রাজ্যসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ মোট সদস্য সংখ্যা ২৪৫৷ শরিক দল নিয়ে সরকারের ৯৯ জন সাংসদ৷ তারমধ্যে শরিক দল তৃণমূল সরকার পক্ষে ভোট দেবে কিনা তা নিয়ে সংশয় আছে৷ সেক্ষেত্রে নির্দল ও অন্য ছোট দলগুলির সমর্থন পেতে কংগ্রেস উঠেপড়ে লেগেছে৷
অন্যদিকে মুম্বই-এ অনশনরত আন্না হাজারের স্বাস্থ্যের অবনতি হয়েছে৷ ডাক্তাররা তাঁকে অনশন ভঙ্গের পরামর্শ দিয়েছেন কিন্তু আন্না তা মানছেন না৷ আন্নার জনসমাবেশে এবার আশানুরূপ লোক হয়নি৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক