গত দশকে ৩১টি দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে
২৮ মার্চ ২০১১এছাড়া গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আগের বছরের চেয়ে বেশ কমেছে, বলে সংস্থাটি তার বার্ষিক প্রতিবেদনে মন্তব্য করেছে৷
অ্যামনেস্টির হিসেবে, ২০১০ সালে মোট ৫২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যে সংখ্যাটা আগের বছরের চেয়ে ১৮৭ কম৷
তবে চীনে হাজার হাজার মানুষকে এই শাস্তি পেতে হয়েছে বলে আশঙ্কা সংস্থাটির৷ কারণ দেশটি সবসময় এ ধরণের তথ্য গোপন রাখে৷
অ্যামনেস্টি বলছে চীন, ইরান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইয়েমেনে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে৷ এর মধ্যে যুক্তরাষ্ট্রে গত বছর মোট ১১০ জনের এভাবে জীবনাবসান হয়েছে৷ উল্লেখ্য, দেশটিতে সাধারণত পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড জাতীয় অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়৷
গত বছর যাদের এই শাস্তি ভোগ করতে হয়েছে তাদের একটা বড় অংশ মাদকজনিত অপরাধের সঙ্গে জড়িত ছিল, বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সংস্থা অ্যামনেস্টি৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই