গণতন্ত্রের ভবিষ্যত নির্ভর করে স্বাধীন বিচার বিভাগের ওপর
১৮ সেপ্টেম্বর ২০১০তিনি বলেন, বিশ্বের যেসব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেসব দেশে বিচার বিভাগও স্বাধীন৷
শনিবার নতুন নিয়োগ পাওয়া সহকারী জজ এবং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন৷ আইনমন্ত্রী বিচার প্রার্থীদের হয়রানি, মামলা জট ও দীর্ঘসূত্রিতার কথা তুলে ধরে বলেন, প্রচলিত দেওয়ানি এবং ফৌজদারি আইনের পরিবর্তন প্রয়োজন৷ তিনি জানান, ১৮৯৮ সালের দেওয়ানি এবং ১৯০৮ সালের ফৌজদারি আইন সংশোধন করা হবে৷
আগামী ২৯ শে সেপ্টেম্বর বর্তমান প্রধান বিচারপতির মেয়াদ শেষ হবে৷ ব্যারিস্টার শফিক আহমেদ জানান, রাষ্ট্রপতি তাঁর স্বাধীন ইচ্ছায় নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেবেন৷ এখানে কোন সমীকরণের চাপ নেই৷
অন্যদিকে বিএনপি'র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, তাদের অন্তত ৭০ জন নেতা-কর্মীর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ যা নাগরিক অধিকারের লঙ্ঘন৷
যুবলীগ নেতা ইব্রাহীম হত্যাকান্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই মামলায় সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে পুলিশ তদন্ত শেষ হওয়ার আগেই নির্দোষ বলে দিয়েছে৷ এ থেকেই বোঝা যায় আইন ও বিচার বিভাগ কতটুকু স্বাধীন৷ তিনি বলেন, দেশের পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ- কিছুই আর স্বাধীনভাবে কাজ করতে পারছেনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সাগর সরওয়ার