1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেপে গেছেন বালাক, বিদায়ী ম্যাচ খেলবেন না

১৮ জুন ২০১১

অবশেষে অঘটন আর এড়ানো গেলো না৷ জার্মান জাতীয় ফুটবল দলের প্রাক্তন ক্যাপ্টেন ও বর্তমান কোচের মধ্যে কোন্দল প্রকাশ্যে চলে এলো৷

https://p.dw.com/p/11efy
Ballack
জার্মান দলে বালাক এখন ইতিহাসছবি: DW-TV

৩৪ বছর বয়স্ক মিশায়েল বালাক'এর ধৈর্য্যের সীমা শেষ৷ প্রথমে গুরুতর আহত হওয়ার কারণে তিনি দক্ষিণ আফ্রিকায় সফল বিশ্বকাপ টিমের নেতৃত্ব দিতে পারেন নি৷ তারপর থেকেই দলে আস্তে আস্তে গুরুত্ব হারাচ্ছিলেন তিনি৷ এবার কোচ ইওয়াখিম ল্যোভ তাঁকে পুরোপুরি দল থেকে বাদ দেওয়ায় আর ক্ষোভ চেপে রাখতে পারলেন না৷ গর্জে উঠলেন কোচের বিরুদ্ধে৷ বললেন, আচমকা তাঁকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তের প্রতিবাদে তিনি বিদায়ী ম্যাচ খেলবেন না৷

উল্লেখ্য, বৃহস্পতিবার ল্যোভ জানিয়ে দিয়েছিলেন, জাতীয় দলে ভবিষ্যতে বালাক'কে খেলাবার কোনো পরিকল্পনা তাঁর নেই৷ জার্মান ফুটবল সংগঠন জানিয়েছিল, বালাক'এর সঙ্গে কথা বলেই তরুণ খেলোয়াড়দের জায়গা করে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তবে বালাক এই দাবি মানতে নারাজ৷ এই সিদ্ধান্ত যত না বেদনাদায়ক, তাঁকে আগেভাগে না জানিয়ে হেলাফেলা করে এমন এক ঘোষণায় তার থেকেও বেশি কষ্ট পেয়েছেন বালাক৷ তিনি বলেন, ছুটি কাটানোর সময় জার্মান ফুটবল সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তি পড়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানতে পারেন৷ তাছাড়া ব্রাজিলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ অনেক আগে থেকেই পরিকল্পিত ছিল৷ সেটিকে আচমকা বিদায়ী ম্যাচ হিসেবে তুলে ধরার মধ্যেও তাচ্ছিল্যের গন্ধ পাচ্ছেন প্রাক্তন ক্যাপ্টেন৷ ফলে ফ্যানরা অসন্তুষ্ট হলেও তিনি এই ম্যাচ খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন বালাক৷

জার্মান ফুটবল ফেডারেশন অবশ্য বালাক'এর এত ক্ষোভের কারণ বুঝতে পারছে না৷ সাধারণ সম্পাদক ভল্ফগাং নিয়ার্সবাখ বলেছেন, মার্চ মাসের শেষের দিক থেকেই কোচ ল্যোভ বালাক'এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এসেছেন এবং অত্যন্ত খোলামেলাভাবে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন৷ ল্যোভ সহ গোটা টিম প্রাক্তন ক্যাপ্টেনের বিদায়ী ম্যাচ সম্পর্কে যথেষ্ট আন্তরিক ছিলেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক